এনসিপির শ্রমিক উইং গঠন
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৭:২২ AM , আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০৭:২২ AM

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং এর ১৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কো-অর্ডিনেটর কমিটি গঠিত হয়েছে। এতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে মাজহারুল ইসলাম ফকিরকে। আর যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে মটর শ্রমিক মোশাররফ হোসেন স্বপনকে।
রবিবার (২৩ মার্চ) এনসিপির প্যাডে এ কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।
এনসিপির পক্ষ থেকে বলা হয়, ‘ঔপনিবেশিক কাল থেকে শ্রমিকশ্রেণি তাদের মৌল-মানবিক অধিকার আদায়ে লড়াই করে যাচ্ছে। "বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরেও শ্রমিকদের মৌলিক অধিকার এখনো নিশ্চিত হয়নি। এখনো ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষার জন্য লড়াই করতে হচ্ছে।’
‘জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে অনেক শ্রমিক শহীদ হয়েছে। তাদের আত্মত্যাগ আমাদের পথ চলার প্রেরণা। যে আশা আকাঙ্ক্ষা থেকে শ্রমজীবী জনগণ সংগ্রামে অংশগ্রহণ করেছে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রুপ দিতে আমরা শ্রমজীবী জনগণ একটি নতুন শ্রমিক সংগঠনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি।’
‘আমাদের সংগঠনের মূল লক্ষ্য হবে শ্রমিকদের অধিকার রক্ষা, সঠিক নীতিমালার মাধ্যমে তাঁদের কল্যাণ নিশ্চিত করা এবং রাজনীতিতে সক্রিয়করনের মাধ্যমে জাতীয়ভাবে শ্রমিকদের কণ্ঠস্বরকে শক্তিশালী করা। শ্রমিকদের সুসংগঠিত করতে আমরা আজ একটি কো-অর্ডিনেটর কমিটি ঘোষণা করছি, যারা সারা দেশে সংগঠনকে শক্তিশালী করবে এবং শ্রমিকদের স্বার্থে কাজ করবে।’
জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে যুক্ত হয়েছে বিভিন্ন দল ও সংগঠন। অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের সমন্বয়ে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গঠিত হয় দলটির ২৭১ সদস্যের আহ্বায়ক কমিটি। এরই ধারাবাহিকতায় আজ গঠিত হল দলটি শ্রমিক উইংয়ের।