সারজিসের গাড়ি নিয়ে শোডাউন প্রসঙ্গে যা বললেন ফখরুল
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৩:০৮ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০৩:০৮ PM

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০০ গাড়ি নিয়ে যারা নির্বাচনী প্রচারণা করতে বের হয়, তারা কী করবে তা জানি।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম গতকাল সোমবার নিজ জেলা পঞ্চগড়ে শতাধিক গাড়ির (কার-মাইক্রোবাস) বহর নিয়ে পাঁচটি উপজেলা সফর করেন। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রচার হয়।
ওই প্রসঙ্গের দিকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ১০০ গাড়ি নিয়ে যারা নির্বাচনী প্রচারণা করতে বের হয়, তারা কী করবে আমরা জানি। অন্য দলকে সাহায্য করতে, দেশে নৈরাজ্য সৃষ্টি করতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র শুরু হয়েছে।
দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আমরা তা হতে দিতে পারি না।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে নিতে চেষ্টা হচ্ছ বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, সোশ্যাল মিডিয়ায় নতুন কুতুব সৃষ্টি হয়েছে, যারা তাদের বক্তব্যের মাধ্যমে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। এতে দলের আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।