বহিরাগত এনে ঢাবি ভিসির পদত্যাগ দাবির অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৩:২৫ PM , আপডেট: ১৪ মে ২০২৫, ০৩:২৫ PM

মঙ্গলবার হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য ছুরিকাঘাতে নিহত হয়। মোটরসাইকেল ধাক্কায় কথা কাটাকাটির জেরে তাকে ছুরাকাঘাত করা হয়। হাসপাতালা নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় সাম্যকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। বুধবার সাম্য হত্যার প্রতিবাদ মিছিলে এই দাবি জানায় ছাত্রদল।
বুধাবর (১৪ মে) দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে এসে ভিসি চত্বরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন কেন্দ্রীয় ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় সাম্য হত্যার বিচার না হলে প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, বিভিন্ন ক্যাম্পাসে হত্যার রাজনীতি শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একজন মানসিক ভারসাম্যহীনকে হত্যা করা হয়েছে। প্রাইম বিশ্ববিদ্যালয়ে আমাদের এক নেতাকে হত্যা করা হয়েছে। আজ ছাত্রদলের পরীক্ষিত নেতা শাহরিয়ার আলম সাম্যকে যেভাবে হত্যা করেছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শতভাগ নিষ্ক্রিয় ছিল।
মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। হত্যার ঘটনায় সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ ডিএমপির শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
এদিকে সাম্য হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের পর পুলিশ তাদের পরিচয় প্রকাশ করেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) ও ডাসার থানার যতিন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সাম্যের হাত্যাকাণ্ডকে ছাত্রদল রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিযোগ তুলেছেন বহিরাগত এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি করা হচ্ছে।
এক শিক্ষার্থী লেখেন, "বহিরাগত হ*ত্যা করেছে, বহিরাগতদের অবাধ আসা যাওয়ার বিরুদ্ধে গতকাল রাত থেকে হাজার হাজার শিক্ষার্থী সোচ্চার হয়েছে।
আজ বহিরাগত এনে ছাত্রদল ক্যাম্পাস ভরে রেখেছে। হাঁটার অবস্থা নেই।
বহিরাগতরা ঢাবির ছাত্র হ*ত্যা করে বহিরাগতরা মিছিল করে ভিসি স্যারের পদত্যাগ চাচ্ছে। শেইম অন ইউর নোংরা পলিটিক্স।
কোন যদি কিন্তু ছাড়াই ভিসি স্যারের পাশে আছি।"
আরেক শিক্ষার্থী লিখেছেন, "অবশেষে সাম্য'র লাশের দলীয়করণ হইলো। বহিরাগত আইনা আন্দোলন কইরা, সাম্য'র লাশের রাজনীতিকরণ হইলো, ক্রেডিট ভাগাভাগির তোড়জোড়ও শুরু হইলো।
জানাজা পড়তে পড়তে ভাবতেসিলাম, হায় অভাগা সাম্য!"
আরেক শিক্ষার্থী লেখেন, ঢাবি ভিসির পদত্যাগ চায় ঢাকা মহানগর ছাত্রদল নেতা মোখলেস।