নজরুল বিশ্ববিদ্যালয়ের নাম ফলক স্থাপন করা হলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে

নজরুল
  © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নামফলক স্থাপন করা হলো ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের সংযোগস্থলে (জিরো পয়েন্ট) নবনির্মিত ওভার ব্রিজের দুই পাশে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের নির্দেশে মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের এই নামফলক লাগানো হয়। নামফলকটিতে বাংলা ও ইংরেজি ভাষায় বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয়েছে। এর আগে উপাচার্য সৌমিত্র শেখরের আমলে ওভারব্রিজে বিশ্ববিদ্যালয়ের নামফলক লাগানো হলেও তা নিম্নমানের হওয়ায় কিছুদিনের মাঝে তা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে নতুন প্রশাসনের উদ্যোগে ভালো মানের নামফলক স্থাপন করা হয়।

নামফলকের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ হতে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। প্রথমবার আসা ব্যক্তিদের জন্য বিশ্ববিদ্যালয় খুঁজে বের করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। এই নামফলক লাগানোর ফলে ঢাকা-ময়মনসিংহে যাতায়াতরত ব্যক্তিগণের এখন আর বিশ্ববিদ্যালয়কে খুঁজে বের করতে হবে না। বিশ্ববিদ্যালয়ের নাম এমনিতেই তাঁদের নজর কাড়বে। এর ফলে একদিকে বিশ্ববিদ্যালয়ে আগত সকলের জন্য সুবিধা হবে এবং অপরদিকে বিশ্ববিদ্যালয়ের নাম সবার মাঝে ছড়িয়ে যাবে।’