সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার নতুন কমিটি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ জুন ২০২২, ০৮:৫৩ PM , আপডেট: ২২ জুন ২০২২, ০৮:৫৩ PM

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের(মার্কসবাদী) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন সাদেকুল ইসলাম ও সাদিক সাধারণ সম্পাদক হয়েছেন আরাফাত সাদ।
বুধবার (২২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৩ তম সম্মেলনে ১৪ সদস্যের নতুন কমিটি গঠিত হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, অর্থ সম্পাদক নাথান এল টুডু, দপ্তর সম্পাদক আতিকুর রহমান (সায়েম), প্রচার প্রকাশনা সম্পাদক শ্যামল বরণ দাশ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাহমুদুল হাসান মাহিন, স্কুল ও পাঠাগার সম্পাদক রেজওয়ান কবির এবং তাফসিরুল্লাহ সহ সম্পাদক পদ পেয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন চন্দন ঘোষ, মোকতার আহমদ, রিপন তপু, নবজ্যোতি ত্রিপুরা।
বাসদের ছাত্র সংগঠন হিসেবে ১৯৮৪ সালের ২১ জানুয়ারি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আত্মপ্রকাশ ঘটে। বাসদ এখন তিন ভাগে বিভক্ত হওয়ায় ছাত্র সংগঠনেটিও তিন ভাগে বিভক্ত। সেগুলো হল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।
এর আগে ঢাবি শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমার সঞ্চালনায় ও সভাপতি সালমান সিদ্দিকীর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. জয়দীপ ভট্টাচার্য। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান এবং ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার।