নিবন্ধন পেতে গণঅধিকার পরিষদের আবেদন
- মোমেন্টস রিপোর্ট
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৩:২৫ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২২, ০৬:০২ PM

নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে গণঅধিকার পরিষদ। আজ রোববার দুপুরে দলটির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর নেতাদের নিয়ে আবেদনপত্র জমা দেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দলের নুর।
তিনি বলেছেন, আগামীতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিবেশ তৈরি করলে অবশ্যই আমরা নিবন্ধন পাবো। আমাদের যদি নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়, সেটা আমাদের সঙ্গে অন্যায় করা হবে।
তিনি আরও বলেন, অন্যায়ের প্রতিবাদের জন্য তারুণ্যের উত্থান, এই রাজনৈতিক দলের জন্ম। প্রতিবাদের মধ্য দিয়ে আমাদের অধিকার আদায় করবো। ২০১৪ এবং ২০১৮ সালের মতো ‘বিনা ভোটের’ এবং ‘ভোট ডাকাতির’ নির্বাচন এই দেশে ভবিষ্যতে আর হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নিবন্ধন না পেলে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের তিনি জবাবে বলেন, এখন পর্যন্ত জোটের বিষয়ে আমরা ভাবছি না। বাংলাদেশের রাজনীতিতে সুষ্ঠু ধারার রাজনীতির সংকট রয়েছে। নেতৃত্বের প্রতি মানুষের একটা আস্থাহীনতা রয়েছে। সে কারণে নতুন নতুন রাজনৈতিক দলের উত্থান হচ্ছে। বর্তমান সরকার হটিয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপর অপর বিরোধী দলের সঙ্গে যুগপৎভাবে আন্দোলন করবো, রাজপথে থাকবো। কিন্তু নির্বাচনকালীন বিষয়ে দলের এখনও সিদ্ধান্ত হয়নি।