সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চায়নি বিএনপিঃ এ্যানি

রাজনীতি
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি  © ফাইল ফটো

শর্ত সাপেক্ষে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চায়নি।


আরও পড়ুন- ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ শর্তসাপেক্ষে সোহরাওয়ার্দীতে

এর আগে বৃহস্পতিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এক অনুষ্ঠানে বলেন, আমরা নয়াপল্টনে সমাবেশ করতে অনুমতি চেয়েছি। অনুমতি দিলেও ওখানে সমাবেশ করবো, না দিলেও করবো।

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সম্প্রতি তার বিভিন্ন বক্তব্যে নয়াপল্টনে দলীয় সমাবেশ করার কথা বেশ জোরেশোরেই বলছেন।