৪১৫ হজযাত্রী নিয়ে জেদ্দায় পৌঁছেছে প্রথম ফ্লাইট, ঢাকা ছেড়েছেন ১২৪৮ হজযাত্রী
- মোমেন্টস রিপোর্ট
- প্রকাশ: ২১ মে ২০২৩, ১২:২৯ PM , আপডেট: ২১ মে ২০২৩, ১২:২৯ PM

সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে ৪১৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট।
স্থানীয় সময় রোববার (২১ মে) সকাল সাড়ে ৭টায় জেদ্দায় পৌঁছায় বিমানটি। শনিবার (২০ মে) রাত সোয়া ৩টায় বিজি ৩০০১ ফ্লাইটটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।
চলতি বছরে পবিত্র হজ পালনের জন্য মধ্যরাত থেকে এখন পর্যন্ত তিনটি ফ্লাইটে যাত্রা করেছেন ১২৪৮ যাত্রী।
রোববার সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার জানিয়েছেন, শনিবার মধ্যরাতে ৪১৫ জন যাত্রী নিয়ে বাংলাদেশে বিমানের একটি ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। আর এ পর্যন্ত তিনটি ফ্লাইটে যাত্রা করেছেন ১২৪৮ যাত্রী।
আরও পড়ুন: ৪১৫ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট
আজ বিমানের ৫টি ডেডিকেটেড হজ ফ্লাইটের মাধ্যমে ২০৯৫ জন হজযাত্রী ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান তিনি।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। করোনার বিধিনিষেধের কারণে গত বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা ছিল ৫৭ হাজার ৫৮৫ জন।
করোনা মহামারির আগে ২০১৯ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করেছিলেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।