বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন শতাধিক বিয়ে হবে আজ

ইজতেমা
  © ফাইল ছবি

টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবার (৩ ফেব্রুয়ারি) ফজর থেকে ভারতের শীর্ষ মুরুব্বী মাওলানা আব্দুর রহমান বয়ান শুরু করেন। এরপর বাদ জোহর ভারতের মাওলানা ইসমাইল গোদরা এবং বাদ আসর ভারতের মাওলানা জুহাইরুল হাসানের বয়ান করার কথা রয়েছে। এ ছাড়া বাদ আসর শতাধিক যৌতুকবিহীন বিয়ে পড়ানো হবে।

ইজতেমা সংশ্লিষ্টরা জানান, বিশ্ব ইজতেমায় প্রতিবছরই যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়। মাঝে কয়েকটি বছর বন্ধ ছিল এমন আয়োজন।

ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, প্রতিবারের ন্যায় এবারও যৌতুকবিহীন বিয়ের আয়োজন করেছে ইজতেমার আয়োজক কমিটি। এই বিয়েতে কতসংখ্যক নর-নারী অংশ নেবে সেটি এখনই বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে ১০১ জোড়া নারী-পুরুষ অংশ নেবে। এই সংখ্যা আরও বেশিও হতে পারে।

আরও পড়ুন: ৫ হাজার টাকা করে শিক্ষা সহায়তা কারা পাবে?

পাকিস্তানের মাওলানা আহমদ বাটলারের আমবয়ানের মধ্য দিয়ে শুক্রবার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। 

রোববার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে। এরপর চারদিন বিরতি দিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।


মন্তব্য


সর্বশেষ সংবাদ