সৌদিতে হজে গিয়ে ৪৯ তিউনিসিয়ানের মৃত্যু, ধর্মমন্ত্রী বরখাস্ত

হজ
  © ফাইল ছবি

সৌদি আরবে চলতি বছর হজে ১ হাজারের অধিক হজযাত্রীর মৃত্যু হয়েছে। এবারের হজে সৌদি আরবের মক্কায় রেকর্ড পরিমাণ তিউনিসিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিউনিসিয়ার ধর্মমন্ত্রী ব্রাহিম চাইবিকে বরখাস্ত করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হজ যাত্রীদের মৃত্যুর ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ। এরপরই তিনি ধর্মমন্ত্রীকে বরখাস্ত করেন।

গত সপ্তাহে প্রচণ্ড গরমের কারণে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ পালন করতে গিয়ে ৪৯ তিউনিসিয়ার মৃত্যু হয়। এ ছাড়া হজ করতে গিয়ে দেশটির যেসব হাজি নিখোঁজ হয়েছেন, তাদের খুঁজে বেরাচ্ছে পরিবার।

এবারের হজে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মিশর থেকে আসা হজ যাত্রীদের। ৫৩০ মিশরীয় হজে মারা গেছেন। প্রচণ্ড গরমের কারণে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৩১ জন।

এদিকে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৩৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁরা মক্কা, মদিনা, জেদ্দা ও মিনায় মারা যান। 

এদিকে পবিত্র হজ শেষে ফিরতি ফ্লাইট শুরুর পর ৩৯২০ হাজি দেশে ফিরেছেন। তাঁরা বিমান, সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইটে তাঁরা দেশে ফিরেন।

 আজ শনিবার (২২ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

গত ১৫ জুলাই পবিত্র হজের প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হয়। হজ শেষে ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। গতকাল শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৯ জন হজ যাত্রী নিয়ে দেশে ফিরে।


মন্তব্য