হজে গিয়ে ৬৪ বাংলাদেশির মৃত্যু

হজ
  © ফাইল ফটো

চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে ৬৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। অন্যদিকে, পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার (১১ জুলাই) মধ্যরাত পর্যন্ত দেশে ফিরেছেন ৬৫ হাজার ৮৯৩ জন হাজি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হেল্প ডেস্কের তথ্যমতে, পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ১৭৭টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৮৯৩ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৪টি ফ্লাইটে ২৯ হাজার ৩১৩ জন, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৬৫টি ফ্লাইটে ২৩ হাজার ৩৩১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ১০ হাজার ৩৪৭ জন দেশে ফিরেছেন। এছাড়া অন্যান্য এয়ারলাইন্স ২ হাজার ৯০২ জন হজযাত্রী পরিবহন করেছে।

এদিকে, চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৬৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫১ জন পুরুষ এবং ১৩ জন নারী। এর মধ্যে মক্কায় ৫০ জন, মদিনায় ৫ জন, মিনায় ৭ জন এবং জেদ্দায় দুইজন মারা গেছেন।

প্রসঙ্গত, গত ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর তীব্র গরমের মধ্যে হজ পালন করতে হয়েছে মুসল্লিদের। হজের মৌসুমে মক্কার তাপমাত্রা কখনো কখনো ৫০ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে সৌদিজুড়ে প্রবল তাপপ্রবাহ বয়ে গেছে। যার ফলে তীব্র গরমে অসুস্থ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।