ইন্তেকাল করেছেন মসজিদুল হারামের প্রসিদ্ধ গাইড শেখ দাব্বাগ

আর নেই
  © ফাইল ছবি

ইন্তেকাল করেছেন মক্কা ও মদিনার পবিত্র মসজিদের জনপ্রিয় গাইড শেখ মোস্তফা আল-দাব্বাগ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে পবিত্র মসজিদে হাজিদের সেবা করে তাদের জন্য অমূল্য অবদান রেখে গেছেন।

স্থানীয় সময় ১৪ জানুয়ারি (মঙ্গলবার) সকালে তার ইন্তেকাল ঘটে। তার মৃত্যুতে হারমাইন শরিফাইন কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। এছাড়া, তিনি পবিত্র মসজিদে হাজি ও ইবাদতকারীদের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন।

শেখ মোস্তফা আল-দাব্বাগ ছিলেন একজন নিঃস্বার্থ সেবক। তিনি হাজিদের তাওয়াফ, সাঈ এবং অন্যান্য ইবাদত সম্পাদনের সঠিক পদ্ধতি শিক্ষা দিতেন। কাবার চারপাশের তাওয়াফ এলাকা কিংবা সাফা-মারওয়া পথে তার উপস্থিতি ছিল শান্তির প্রতীক। হাজিদের ইহরামের সঠিক অবস্থান নিশ্চিত করা, হজ ও ওমরাহর আদব শেখানো এবং সুন্নাহ অনুসরণে ইবাদত সম্পাদনে উৎসাহিত করা ছিল তার প্রধান কাজ।

তার অনেক প্রস্তাব হারাম শরিফ কর্তৃপক্ষ গ্রহণ করেছে, যেমন হারামের প্রবেশপথে জুতা রাখার জন্য ব্যাগের ব্যবস্থা। শেখ আল-দাব্বাগ ছিলেন বিনয়, উদারতা ও ধর্মপরায়ণতার প্রতীক। তার সাদাসিধে জীবনযাপন এবং আল্লাহর ইবাদতে গভীর মনোযোগ তাকে "জাহেদ শেখ" হিসেবে পরিচিত করেছিল। জ্ঞান ও প্রজ্ঞার পাশাপাশি তার অহংকারহীন জীবনযাপন তাকে ব্যাপক শ্রদ্ধা অর্জন করেছিল।

শেখ মোস্তফা আল-দাব্বাগের মৃত্যুতে মুসলিম উম্মাহ গভীর শোকাহত। তার অনবদ্য সেবাগুলো ইসলামের প্রতি তার নিবেদিতপ্রাণতার উজ্জ্বল সাক্ষ্য। বিশ্বের নানা প্রান্তের লাখো মুসলিম তাকে চিনতেন এবং তার সাথে তাদের হৃদ্যতার সম্পর্ক জানতেন।