রোজা শুরুর তারিখ জানাল আমিরাত

রোজা
  © ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত চলতি হিজরি বছরের পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানিয়ে দিয়েছে। গবেষকরা জানিয়েছেন, আগামী ৩১ জানুয়ারি শাবান মাস শুরু হতে পারে এবং ১ মার্চ থেকে মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র মঙ্গলবার এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এ তথ্য জানিয়েছে। তাদের হিসাব অনুযায়ী, ৩১ জানুয়ারি শাবান মাসের প্রথম দিন হবে।

জ্যোতির্বিদ্যা কেন্দ্র আরও জানিয়েছে, ২৯ জানুয়ারি রজব মাসের ২৯তম দিন হবে, কিন্তু ওইদিন সূর্যাস্তের সময় চাঁদ অস্ত যাওয়ার কারণে শাবান মাসের চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ৩১ জানুয়ারি শাবান মাস শুরু হবে।

এছাড়া, ৩০ জানুয়ারি বৃহস্পতিবার আফ্রিকা, দক্ষিণ ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে খালি চোখে চাঁদ দেখা যাবে, যার ফলে ওইসব দেশেও ৩১ জানুয়ারি শাবান মাস শুরু হবে। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, মরক্কো, ক্যামেরুন এবং আলবেনিয়া।