কাল বাদ আসর শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

বিশ্ব ইজতেমা
  © ফাইল ছবি

টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হবে বিশ্ব তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমা। এই বছরই প্রথম তিন পর্বে অনুষ্ঠিত হবে ইজতেমা। প্রথম দুটি পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হবে শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরপন্থিদের। তৃতীয় পর্ব ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থিদের অংশগ্রহণে। প্রতিটি পর্বের শেষ দিনে আলাদা মোনাজাত অনুষ্ঠিত হবে।

প্রথম পর্বে অংশগ্রহণের জন্য বিভিন্ন জেলা ও খিত্তার মুসল্লিরা ময়দানে এসে পৌঁছেছেন এবং তারা তাদের নির্দিষ্ট খিত্তায় অবস্থান করছেন। মাওলানা জোবায়েরের অনুসারী ও ইজতেমা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ৪১ জেলা ও ঢাকার কিছু অংশের মুসল্লিরা অংশ নেবেন, এবং দ্বিতীয় ধাপে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি ২২ জেলা ও ঢাকার অন্যান্য অংশের মুসল্লিরা অংশগ্রহণ করবেন। প্রথম দুই পর্বের আখেরি মোনাজাত যথাক্রমে ২ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, সাথী ভাইয়েরা গতকাল সকাল থেকেই ময়দানে আসতে শুরু করেছেন এবং গত রাতে সবচেয়ে বেশি মুসল্লি উপস্থিত হয়েছেন। আজ বৃহস্পতিবারও বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ময়দানে আসছেন এবং মাঠের বেশিরভাগ অংশ ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে।

তাবলিগ জামাতের দুটি ভাঙন-একটি শুরায়ে নেজাম (মাওলানা জোবায়েরপন্থি) এবং অন্যটি ভারতের মাওলানা সাদ কান্ধলভী অনুসারী। সাদপন্থিদের ইজতেমা আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।