কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি

মামলা শেষ করতে ৭২ কোটি ডলার দিতে চায় মেটা

মামলা
  © প্রতীকী ছবি

কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির মামলা রফা করতে সাড়ে ৭২ কোটি ডলার দিতে রাজি হয়েছে মেটা। এর আগে কখনো যুক্তরাষ্ট্রের ডাটা প্রাইভেসি মামলায় এত বিশাল অঙ্কের অর্থ কেউ দেয়নি।

অর্থের বিনিময়ে রাজনৈতিক পরামর্শদাতা কম্পানি কেমব্রিজ অ্যানালিটিকাসহ বিভিন্ন থার্ড পার্টি  কম্পানিকে নিজেদের ব্যবহারকারীদের তথ্য নেওয়ার সুযোগ করে দেয় ফেসবুক।

প্রস্তাবিত অর্থের ব্যাপারে মেটার বক্তব্য হলো, ব্যবহারকারী ও বিনিয়োগকারীদের জন্য এটাই সবচেয়ে ভালো পন্থা।

প্রাইভেসিকে অগ্রাধিকার দিয়েই বিভিন্ন সেবা তৈরি করা হয়েছে। গত তিন বছরে প্রাইভেসি বিষয়ক ফিচারগুলোকে আরো ঢেলে সাজানো হয়েছে।

মামলা শেষ করার এই আবেদন সান ফ্রান্সিসকোর আদালত গ্রহণ করবেন কি না সেটাই এখন দেখার বিষয়। ২০২৩ সালের ২ মার্চ আদালতের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। 

উল্লেখ্য, কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি ফাঁস হয় ২০১৮ সালে। যুক্তরাজ্যের এই প্রতিষ্ঠানের কারণে ২৫ কোটি থেকে ২৮ কোটি মার্কিন নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়। এতে মামলা করা হয় ফেসবুকের বিরুদ্ধে। কেননা তাদের অনুমোদন পেয়েই তথ্যগুলো নিয়েছিল কেমব্রিজ অ্যানালিটিকা।


মন্তব্য