উন্মুক্ত হল আইফোন-১৫, সাথে থাকছে ‘টাইপ সি’ চার্জার সুবিধা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০ PM

সব প্রতীক্ষার অবসান হলো, শেষ হলো আইফোনপ্রেমীদের অপেক্ষা। উন্মুক্ত হলো প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের ফ্ল্যাগশিপ পণ্য আইফোনের ১৫ সিরিজ। সেই সঙ্গে অবসান হলো আইফোন নিয়ে অনেক গুঞ্জনের। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের সদর দপ্তরে আইফোন ১৫ সিরিজের পাশাপাশি, অ্যাপল ওয়াচ সিরিজ ৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ উন্মোচন করা হয়।
যা থাকছে আইফোন ১৫ সিরিজে
আইফোন ১৫ সিরিজে থাকছে এ১৭ বায়োনিক চিপসেট, যা পারফরম্যান্স বাড়াবে কয়েকগুণ। মিউট বাটনের পরিবর্তে আইফোন ১৫-এ থাকবে নতুন অ্যাকশন বাটন। প্রিমিয়াম দুটি মডেলের ফ্রেমে স্টেইনলেস স্টিলের বদলে থাকছে টাইটানিয়াম চেসিস। আইফোন ১৫ প্রো ম্যাক্স-এ ৬ জিবি র্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ। আল্ট্রা ভ্যারিয়েন্টটিতে থাকবে ৮ জিবি র্যাম এবং ২ টেরাবাইট স্টোরেজ, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, আইওএস-১৭ আপডেট, রিভার ওয়ারল্যাস চার্জিং, ইউএসবি-সি, সলিড-স্টেট পাওয়ার ও ভলিউম বাটন।
অ্যাপল জানিয়েছে, আইফোনের নতুন মডেলগুলোতে বিশ্বজনীন টাইপ সি চার্জার ব্যবহার করা যাবে। দীর্ঘদিন ধরে আইফোনে টাইপ সি চার্জার যোগ করার দাবি করে আসছিলেন ব্যবহারকারীরা। অবশেষে আইফোন ১৫-তে সেই চার্জার যুক্ত করল অ্যাপল।
আইফোন ১৫ সিরিজের ডিভাইসগুলোর দাম
আইফোন ১৫ এর দাম শুরু হবে ৭৯৯ মার্কিন ডলার থেকে। আইফোন ১৫ প্লাসের দাম শুরু হচ্ছে ৮৯৯ মার্কিন ডলার থেকে। আইফোন ১৫ প্রো ১০৯৯ ডলার থেকে। আর আইফোন ১৫ প্রো ম্যাক্স ১২৯৯ ডলার থেকে শুরু হবে।
তবে সবচেয়ে বড় চমক নিয়ে এসেছে আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স। কারণ, অ্যাপল বলছে ফোন দুটিতে বিশ্বের সর্ব প্রথম ৩ ন্যানোমিটার চিপ ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে যুক্ত করা হয়েছে নতুন এ১৭ প্রো চিপ।
এই ফোন দুটিতে আইফোনের সিগনেচার আইকনিক সাইলেন্ট সুইচের বদলে সংযুক্ত করা হয়েছে অ্যাকশন বাটন। এর কার্যকারিতা অ্যাপল ওয়াচ আল্ট্রার অ্যাকশন বাটনের মতো।