পেটের সমস্যায় ভুগছেন টিকটকের ৬০ কর্মী!

টিকটক
  © এএফপি

বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সিঙ্গাপুরের অফিসের বেশ কয়েকজন কর্মী বাইরের খাবার খেয়ে পেটের অসুখে ভুগছেন।

স্থানীয় সময় মঙ্গলবার ঘটে যাওয়া ওই ঘটনায় অন্তত ৬০ জন অসুস্থ হয়েছেন, তাদের মধ্যে ৫৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

বিবিসি জানিয়েছে, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করছেন। খাবার খেয়ে কীভাবে এত মানুষ এক সঙ্গে অসুস্থ হয়ে পড়লেন তার তদন্ত করছে বাইটড্যান্সও।

জানা গেছে, ওই কর্মীরা যে খাবার খেয়ে অসুস্থ হয়েছেন, তা তাদের অফিসে রান্না বা প্রস্তুত করা হয়নি। বাইরের কোনো প্রতিষ্ঠান এই খাবার সরবরাহ করেছে।

অসুস্থ কর্মীদের হাসপাতালে নিতে সাতটি অ্যাম্বুলেন্স পাঠানো হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

বাইটড্যান্সের মুখপাত্র বলেছেন, ‘আমাদের কর্মীদের খাবার ও নিরাপত্তার ব্যাপারটি আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখি। অসুস্থ হওয়া কর্মীদের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি।’

সিঙ্গাপুর ফুড এজেন্সি (এসএফএ) যৌথ বিবৃতিতে বলেছে, ‘খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের অবশ্যই ভালো খাদ্য নিরাপত্তা নীতি মেনে চলতে হবে। দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধা করবে না কর্তৃপক্ষ।’ 

২০১২ সালে চীনা উদ্যোক্তারা প্রতিষ্ঠা করেন বাইটড্যান্স। এই প্রতিষ্ঠানের ক্ষুদ্র ভিডিও অ্যাপ ডুইন দিয়ে সফলতা পান তারা। এক বছররের মাথায় এই প্রতিষ্ঠানই সারা বিশ্বের জন্য চালু করে টিকটক।

বিশ্বে এখন টিকটক ব্যবহারকারীর সংখ্যা এক বিলিয়নেরও বেশি। সিঙ্গাপুর এবং লস অ্যাঞ্জেলেস থেকে পরিচালিত হয় এই প্রতিষ্ঠান।