সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মূল্য তালিকা সরকারের নয়
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৪:৩৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৪, ০৪:৩৭ PM

সরকারের পদত্যাগের পর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নিত্যপণ্যের দাম কমিয়ে নির্ধারণ করে দেওয়া তালিকা ছড়িয়ে পড়েছে। তবে এই তালিকা সরকারের নয় বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শনিবার (১০ আগস্ট) অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম. সফিকুজ্জামান এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
অধিদপ্তরের মহাপরিচালক জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার কর্তৃক বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ সংক্রান্ত একটি বাজার মূল্য তালিকা প্রচার করা হচ্ছে, যা অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়েছে। সরকার কর্তৃক বর্ণিত পণ্যসমূহের মূল্য নির্ধারণ করা হয়নি। অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার জন্য ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হলো।
তালিকায় দেখা গেছে, আলুর দাম ৪০ টাকা, পেঁয়াজ ৭০, গরুর মাংস ৬০০, দেশি মুরগী ৪০০, ব্রয়লার ১৪০, খাসির মাংস ৮০০, দুধ ৬০, লবণ মোটা প্যাকেট ৩০, সয়াবিন তেল বোতল লিটারপ্রতি ১৪০ এবং পেট্রোল ১২৫টাকা।