ফেনীতে মোবাইল টাওয়ার সচল রাখতে অপারেটরদের জেনারেটরের ডিজেল ফ্রি করার নির্দেশনা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৫:০১ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৪, ০৫:০১ PM
স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী। ভারতের ত্রিপুরায় অবস্থিত ডম্বুর বাঁধ খুলে দেওয়া ও ভারি বর্ষণে উজানের ঢালের পানিতে তলিয়ে গেছে পুরো ফেনি শহর। এর ফলে জেলার বিভিন্ন স্থানে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ, সেইসঙ্গে বন্ধ মোবাইল নেটওয়ার্ক। ফলে দুর্যোগের মধ্যে যোগাযোগ করতে না পেরে দিশেহারা বন্যাকবলিত মানুষ ও তাদের আত্মীয়-স্বজনেরা। এই সমস্যা সমাধানে ফেনী জেলার মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে মোবাইল অপারেটর কর্তৃক জেলায় নিয়োজিত জেনারেটরগুলোর ডিজেল ফ্রি করার নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
আজ শনিবার (২৪ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ না থাকায় ফেনী জেলার ৭৮ টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে প্রচুর ডিজেলের প্রয়োজন হচ্ছে। বর্তমান বন্যা পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারগুলো সচল রাখা অত্যন্ত জরুরি হওয়ায় মোবাইল অপারেটর কর্তৃক জেলায় নিয়োজিত জেনারেটরগুলোর প্রয়োজনীয় ডিজেল বিনামূল্যে প্রদান করার নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা।
বিজ্ঞপ্তিতে আরও, বলা হয় প্রতি ঘণ্টায় পোর্টেবল জেনারেটরে (পিজি) (৭৫ কেভী) ডিজেল ব্যবহৃত হয় ২.৩ লিটার এবং জেনারেটরে (ডিজি) (৩০ কেভী) ডিজেল ব্যবহৃত হয় ৪.৪ লিটার। এই হিসেবে ৭৮ টি জেনারেটরে প্রতিদিন ৬ হাজার ৫৫২ লিটার ডিজেল ব্যবহৃত হয় যার মূল্য ৭ লাখ ১৪ হাজার ১৬৮ টাকা। এক সপ্তাহে মোট ডিজেল লাগবে ৪৫ হাজার ৮৬৪ লিটার, যার মূল্য ৪৯ লাখ ৯৯ হাজার ১৭৬ টাকা।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার নির্দেশনায় বিটিআরসির ফান্ড থেকে এই টাকা দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।