প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

মাহফুজ আলম সম্পর্কে জানতে ফেসবুক-গুগলে ভিড়

মাহফুজ
  © ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মো. মাহফুজ আলমকে। মাহফুজ আলমের নিয়োগের পর থেকেই তার সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠেছেন নেটিজেনরা। ফেসবুক-গুগলে তার সম্পর্কে জানতে সার্চ করছে হাজার হাজার মানুষ। মাহফুজ আলম লিখে সার্চ দিলেই পাতায় ভেসে উঠছে তার নিয়োগের খবর। 

বুধবার (২৮ আগস্ট) রাতে মাহফুজ আলমকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, মাহফুজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এরপর থেকেই সবাই মাহফুজের সম্পর্কে জানতে গুগল-ফেসবুকের সহায়তা নিচ্ছেন।

ফেসবুক শুধু মাহফুজ (ইংরেজিতে) লিখলেই অটো চলে আসে মাহফুজ আবদুল্লাহ (মাহফুজের ফেসবুক একাউন্টের নাম)। নিচে লেখা উঠে ‘পপুলার নাও’ অর্থ্যাৎ এই নামে সাম্প্রতিক সময়ে অনেক বেশি সার্চ দেয়া হয়েছে বা এই প্রোফাইলে অনেক মানুষ প্রবেশ করেছেন।

এছাড়া গুগলেও মাহফুজ আলম সম্পর্কে জানতে ভিড় করছেন বাংলাদেশিরা।