২০২৫ সালের জানুয়ারির আগ পর্যন্ত সূর্যের দেখা পাবেন না যে শহরের বাসিন্দারা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৪:০৭ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০৪:০৭ PM
রাতের শেষে উদিত হয় সূর্য। এমনটি দেখেই আমরা সাধারণত অভ্যস্ত। তবে কখনও কি শুনেছেন দুই মাস সূর্য উদিত হবে না? হ্যাঁ, যুক্তরাষ্ট্রের আলাস্কার উটকিয়াগভি শহরের বাসিন্দারা আগামী দুই মাস ভিন্নকিছুর সাক্ষী হবেন। এই দুই মাস তারা সূর্যের মুখ দেখতে পাবেন না।
মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, গত সোমবার (১৮ নভেস্বর) শহরটিতে ৩০ মিনিটের জন্য সূর্যের দেখা মিলেছিল। এরপর সেখানে সূর্য অস্ত যায়। ওই সূর্যাস্তের পর সেখানে ‘পোলার নাইট’ শুরু হয়েছে। সেখানে ২০২৫ সালের জানুয়ারির আগ পর্যন্ত আর সূর্য ফিরবে না।
তবে সূর্য দেখা যায় না মানে ২৪ ঘণ্টাই সবকিছু অন্ধকারে ডুবে থাকবে তা নয়।
এই পোলার নাইট ৬৫ দিন পর্যন্ত থাকে। উত্তর গোলার্ধ থেকে একটি অঞ্চল যত দূরে থাকবে সেখানে পোলার নাইটের সময় তত বাড়বে।
আলাস্কার উটকিয়াগভিতে পোলার নাইট শেষ হবে আগামী ২২ জানুয়ারি স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে। তখন সেখানে আবার সূর্য দেখা যাবে বলে জানিয়েছে ফক্স ওয়েদার।
২০২০ সালের শুমারি অনুযায়ী প্রথম শ্রেণির এই শহরটিতে ৫ হাজার মানুষ বসবাস করেন।
সূত্র: ইউএসএ টুডে