মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করছে গুগল ম্যাপস

মেক্সিকো
  © ফাইল ছবি
গুগল ম্যাপসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখবে। স্থানীয় সময় ২৭ জানুয়ারি (সোমবার) এই ঘোষণা দেওয়া হয়। তবে, মার্কিন ভৌগোলিক নাম ব্যবস্থায় পরিবর্তন আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পরই এটি ম্যাপসে দেখা যাবে। একইসঙ্গে, গুগল ম্যাপস আলাস্কার ডেনালি পর্বতের নামও পরিবর্তন করে ‘মাউন্ট ম্যাককিনলে’ রাখবে।

একটি এক্স পোস্টে গুগল জানিয়েছে, তারা গুগল ম্যাপসে নাম পরিবর্তন সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন পেয়েছে। তারা জানিয়েছে, সরকারি উৎস থেকে নাম পরিবর্তন হলে তারা দীর্ঘদিনের একটি প্রক্রিয়া অনুসরণ করে এসব আপডেট করে থাকে। তবে, অন্যান্য দেশের ব্যবহারকারীরা উভয় নামই দেখতে পাবেন, যা তাদের পুরনো নিয়ম।

মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করা নতুন হলেও, আলাস্কা পর্বতের নাম নিয়ে বিতর্ক বহু বছর ধরে চলছে। ২০১৫ সালে ওবামা প্রশাসন আনুষ্ঠানিকভাবে পর্বতটির নাম ‘ডেনালি’ রাখে, যা স্থানীয় আদিবাসীদের নাম। এর আগে, ১৮৯৭ সালে সোনার অনুসন্ধানকারীদের একটি প্রবন্ধে প্রথমবারের মতো আলাস্কার শৃঙ্গটির নাম ম্যাককিনলি হিসেবে ব্যবহার করা হয় এবং ১৯০১ সালে প্রেসিডেন্ট ম্যাককিনলির মৃত্যুর পর এটি জনপ্রিয়তা পায়।