নুরের বিরুদ্ধে শিল্পী ইলিয়াসের মামলা আমলে নেয়নি আদালত

নুরু
নুরুল হক নুর  © ফাইল ছবি

ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিয়ে বিরূপ মন্তব্য করার ঘটনায় সংগীতশিল্পী ইলিয়াস হোসেনের দায়ের করা মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়নি আদালত। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জুলফিকার হায়াতের আদালত এ মামলার অভিযোগপত্র গ্রহণের প্রয়োজনীয় উপাদান না থাকায় এ আদেশ দেন। এদিন এ মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বিষয়টি জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ এপ্রিল ফেসবুক লাইভে নুর বলেছিলেন, আওয়ামী লীগ সমর্থকরা চাঁদাবাজ, মাদক চোরাকারবারী, ধোঁকাবাজ ও বাটপার। কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। এ বক্তব্যের মাধ্যমে তিনি শুধু আওয়ামী লীগ নেতাকর্মীদের নয়, ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছেন। 

এ ঘটনায় ২০২১ সালের ১৯ এপ্রিল নুরুল হক নুরের বিরুদ্ধে সংগীত শিল্পী ইলিয়াস হোসেন রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে।


মন্তব্য