বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা ১৭৩ দেশের মধ্যে ১৬৬তম
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২২ জুন ২০২৩, ০৪:৪৯ PM , আপডেট: ২২ জুন ২০২৩, ০৪:৪৯ PM

বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকা একেবারে তলানিতে অবস্থান করছে। বিশ্বের বসবাসযোগ্য ১৭৩টি শহরের তালিকায় ঢাকা ১৬৬তম অবস্থানে রয়েছে।
ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) বিশ্বব্যাপী বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে থাকে। বৃহস্পতিবার (২২ জুন) ইআইইউয়ের প্রকাশিত তালিকায় এই তথ্য উঠে এসেছে।
উল্টো দিক থেকে বললে বাসযোগ্যতার দিক থেকে খারাপ অবস্থানে থাকা শহরগুলোর মধ্যে ঢাকা সপ্তম স্থানে আছে। গত বছর ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের এই সূচকে একই অবস্থানে ছিলো ঢাকা। অর্থাৎ গত এক বছরে ঢাকা শহরে মানুষের জীবন-যাপনের মানের তেমন কোনও উন্নতি ঘটেনি।
২০১৯ সালে ইআইইউয়ের সূচকে ঢাকার অবস্থান ছিল ১৩৮তম এবং তার আগের বছর ২০১৮ সালে ছিল ১৩৯তম স্থানে। আর ২০২১ সালের সূচকে ১৪০টি শহরের মধ্যে ১৩৭তম অবস্থানে ছিল বাংলাদেশের রাজধানী।
বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় প্রথম স্থানে আছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। দ্বিতীয় ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। এ তালিকায় তৃতীয় অবস্থানে আছে মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি শুরু হলে বিভিন্ন দেশে লকডাউন জারি থাকায় জরিপের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হয় ইআইইউ। ফলে ২০২০ সালে এই সূচক প্রকাশ করতে পারেনি তারা।
প্রতি বছর বাসযোগ্যতার বিচারে বিশ্বের বড় শহরগুলোর তালিকা প্রকাশ করে ইআইইউ। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো— এই পাঁচ সূচকের ওপর ভিত্তি করে বাসযোগ্য শহরের তালিকা তৈরি করা হয়।