ভোগের ‘বিজনেস ১০০ ইনোভেটর’ তালিকায় ২ বাংলাদেশি
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৫ AM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১০ AM

‘ভোগ বিজনেস ১০০ ইনোভেটর ২০২৩’-এ তালিকাভুক্ত হয়েছেন দুই বাংলাদেশী। তারা হলেন বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন ও ‘মনের বন্ধু’র প্রতিষ্ঠাতা তৌহিদা শিরোপা। দুজনই ‘সাসটেইনেবিলিটি থট লিডারস’ শ্রেণিতে ১০০ উদ্ভাবকের তালিকায় স্থান পেয়েছেন।
এ তালিকা তৈরির ক্ষেত্রে নির্বাচনের বিষয়ে ব্যাখ্যায় ভোগ বিজনেস বলেছে, এই বছরের ‘সাসটেইনবিলিটি ইনোভেটর’ বা সাসটেইনবিলিটি উদ্ভাবকদের মধ্যে রয়েছে প্রতিষ্ঠাতা, কর্মী, সংগঠক এবং ডিজাইনার, যাদের সবাই একটি অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছেন, সেটি হলো ফ্যাশন শিল্পে কার্বন নিঃসরণ কমিয়ে আনা, উৎপাদন পর্যায়ে বর্জ্য এবং ব্যয়িত সম্পদের পরিমাণ হ্রাস করা। এই ব্যক্তিরা বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রতিনিয়ত যুদ্ধ করছেন। একটি অধিকতর ভালো শিল্প গড়ে তোলার জন্য নতুন নতুন সমাধান নিয়ে আসছেন।
'দ্য ভোগ বিজনেস ১০০ ইনোভেটরস' হল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভোগ ম্যাগাজিনের একটি বার্ষিক তালিকা, যেটি ফ্যাশন শিল্পকে আরো টেকসই করতে অসামান্য অবদান রেখেছেন বিশ্বজুড়ে এমন শীর্ষ ১০০ জন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত ও প্রকাশ করে থাকে।
তালিকা প্রকাশের বিবৃতিতে ভোগ আরো উল্লেখ করেছে, যে সকল নেতা, প্রতিষ্ঠাতা এবং কর্মীগণ ফ্যাশন শিল্পকে আরো টেকসই ও সুন্দর করার জন্য অসামান্য অবদান রেখেছেন এমন সব ব্যক্তির নাম নিয়ে এবার প্রকাশিত হয়েছে বার্ষিক ‘ভোগ বিজনেস ১০০ ইনোভেটর ২০২৩’ তালিকাটি।
এ বছর ‘ভোগ বিজনেস ১০০ ইনোভেটরদের’ ৫টি বিভাগে শ্রেণিবদ্ধ করা হয়েছে। সেগুলো হচ্ছে - 'টেক অ্যান্ড ওয়েব৩ ইনোভেটরস', 'সাসটেইনেবিলিটি থট লিডারস', 'নেক্সট-জেনার এন্টারপ্রেনারস অ্যান্ড অ্যাজিটেটরস', 'বিউটি ডিসরাপ্টারস' এবং 'চ্যাম্পিয়নস অফ চেঞ্জ'।
তৌহিদা শিরোপার কাজ সম্পর্কে ভোগের প্রতিবেদনে বলা হয়েছে, তার প্রতিষ্ঠিত মনের বন্ধু তৈরি পোশাক কারখানার শ্রমিকদের স্বল্প খরচের মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। পাশাপাশি নারী ও বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্যও মানসিক স্বাস্থ্যসেবা দেয় মনের বন্ধু।
অন্যদিকে করোনা মহামারির সময় যখন সরবরাহকারীদের একের পর এক অর্ডার বাতিল হচ্ছিল, তখন তাদের পাশে দাঁড়িয়েছিলেন মুস্তাফিজ উদ্দিন। তিনি সরবরাহকারীদের জানিয়েছিলেন, কী ঘটছে আর কী হতে পারে। তৈরি পোশাকশিল্পের পক্ষে সচেতনতা গড়ে তোলার কাজ করে যাচ্ছেন তিনি।