এখনই অবসর নয়, চ্যাম্পিয়ন হিসেবে আরও কিছুদিন খেলবেন মেসি

এখনই অবসর নয়, চ্যাম্পিয়ন হিসেবে আরও কিছুদিন খেলবেন মেসি
লিও মেসি

৩৬ বছর পর তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। ড্যানিয়েল পাসারেলা ও ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে নাম লিখলেন লিওনেল মেসি। ফুটবলে পাওয়ার বাকি নেই আর কিছুই। তবে কি এবার অবসর নেওয়ার সময় চলে এলো? রহস্য তৈরি করেননি ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। টিওয়াইসি স্পোর্টসকে জানালেন, বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে তিনি আরও খেলে যেতে চান।

ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর মেসি ঘোষণা দেন, ফ্রান্সের বিপক্ষে বিশ্বমঞ্চে শেষ ম্যাচ খেলবেন। পরের বিশ্বকাপ এখনও অনেক দূরের ব্যাপার। তিনি সিদ্ধান্ত বদলাবেন কি না, সেটা পরের বিষয়। কিন্তু এখনই আন্তর্জাতিক ফুটবল ছাড়ছেন না মেসি।

বিশ্বকাপে রেকর্ড ২৬তম ম্যাচ খেলতে নেমে মেসি করেছেন জোড়া গোল। পাঁচ বিশ্বকাপে মোট ১৩ গোল করে এই প্রতিযোগিতায় সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় জাস্টিন ফন্টেইনের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে উঠেছেন তিনি।

গত বছর কোপা আমেরিকায় প্রথম আন্তর্জাতিক ট্রফি জেতার পর নিজের ক্যারিয়ারের একমাত্র আক্ষেপ ঘুচালেন বিশ্বকাপ জিতে, তবে এখানেই থামতে চান না মেসি, ‘আমি অল্প সময়ের মধ্যে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতলাম। যেটা করি, আমি ভালোবাসি,  জাতীয় দলের হয়ে খেলতে ভালো লাগে। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আমি আরও কিছুদিন খেলতে চাই আমি।’

১৯৮৬ সালে মেক্সিকোতে ডিয়েগো ম্যারাডোনা জেতার পর থেকে শিরোপা খরায় ভুগছিল আর্জেন্টিনা। তবে মেসি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন দেশকে এই ট্রফি এনে দেওয়ার। তিনি বলেন, ‘এটা সেই ট্রফি, যা আমি আমার সারা জীবন ধরে চেয়েছি। এই ক্যারিয়ারে আমি সৌভাগ্যবশত সবকিছুই অর্জন করেছি এবং এটাই শুধু বাদ ছিল। এভাবে হয়ে গেলো, এটা দুর্দান্ত। সে (ট্রফি) দেখতে কত সুন্দর। আমি তাকে খুব চাইতাম। আমি দেখতে পাচ্ছিলাম, সে খুব কাছে আসছে। আর্জেন্টিনায় ট্রফি নিয়ে গিয়ে আপনাদের সঙ্গে উদযাপনে আর তর সইছে না।’

আর কোনও অতৃপ্তি নেই মেসির, ‘আমরা খুব ভুগেছি কিন্তু পেয়ে গেলাম (বিশ্বকাপ)। এটা দিয়েই আমার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলাম। আমি জানতাম ঈশ্বর আমাকে এটা দেবেন।  ঈশ্বরকে ধন্যবাদ, আমার আর কিছুই চাওয়ার নেই, তিনি আমাকে সবকিছু দিয়েছেন।’


মন্তব্য