হাথুরুসিংহের ফেরা, সাকিবের ‘নো কমেন্টস’

হাথুরুসিংহে
সাকিব-হাথুরুসিংহে  © ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে দ্বিতীয় দফায় নিয়োগ পেয়েছেন চান্ডিকা হাথুরুসিংহে। সিলেটে বিপিএলের ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলোচনায় এই শ্রীলঙ্কান কোচকে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। এদিকে বিপিএলে তার ব্যাটিং ফর্ম নিয়ে প্রশংসা চললেও, নিজে এখনও সন্তুষ্ট নন বলে জানিয়েছেন সাকিব।

টাইগারদের কোচ হয়ে যে হাথুরুসিংহেই আসছেন, জানা ছিল আগে থেকেই। মাঝে কিছু ভিন্ন আলোচনা হলেও বিসিবি থেকে বরাবরই উপেক্ষা করা হয় সেটা। কারণ, যে কোনো মূল্যে চান্ডিকাকে নিয়ে আসতে বদ্ধপরিকর ছিল বোর্ড। অনেকের মতে, নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত পছন্দের তালিকায় শীর্ষে থাকাটাই এগিয়ে রেখেছিলো লঙ্কানকে।

কিন্তু বিসিবি প্রেসিডেন্ট জানালেন, তার একার নয় ক্রিকেটারদেরও জাতীয় দলের কোচ হিসেবে পছন্দের তালিকায় প্রথম নামটা ছিল হাথুরুসিংহের। তিনি বলেন, 'মাশরাফী-তামিমেরটা মনে আছে, সাকিবও ডেফিনিটলি, আসলে ওরা তিনজনই বলেছে, এটাই (হাথরুকে কোচ বানানো) সবচেয়ে ভালো হয়।'

তবে বিপিএল ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, চান্ডিকার বিষয়ে কিছুই বলতে চাইলেন না মিস্টার সেভেন্টি ফাইভ। কেবল দুটো শব্দতেই সারলেন আনুষ্ঠানিকতা- ‘নো কমেন্টস! ঠিক আছে।’  তাতে অন্তত এতটুকু বোঝা যায়, আগের পর্বের তিক্ত ঘটনাগুলো হয়তো এখনও মাথায় রয়ে গেছে অলরাউন্ডারের।

বিপিএলে সাকিব এবার আছেন নিজের ব্যাটিং ফর্মের সেরা অবস্থানে। চারদিকে তাই উচ্চপ্রশংসা তার। কিন্তু সাকিব নিজে মোটেও সন্তুষ্ট নন। নিজের এবং দলের পারফরম্যান্সে আরও উন্নতির জায়গা দেখছেন তিনি।

আরও পড়ুন: ২১১ রান তাড়া করে জিতে নতুন রেকর্ড কুমিল্লার

সাকিব বলেন, 'যতটা বলছেন, আমার কাছে মনে হয় না ততটাও ভালো অবস্থায় আছি। হ্যাঁ, ভালো সময় যাচ্ছিল, যদিও শেষ কয়েকটা ম্যাচে ব্যাটিংটা খুব একটা ভালো হয়নি। আশা করি, আবার ভালো ব্যাটিং করতে পারব। যেভাবে শুরু করেছিলাম, এই শেষ স্টেজে এসে যেন সেভাবেই শেষ করতে পারি।'

ঢাকা পর্বে টানা জয়ে, টেবিলের দুইয়ে থেকে বিপিএলের লিগ পর্ব শেষ করতে চায় ফরচুন বরিশাল।


মন্তব্য


সর্বশেষ সংবাদ