উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে

ভিনি-বেনজেমা জাদুতে লিভারপুলকে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ

ফুটবল
লিভারপুলকে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ  © সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের ম্যাচ মানেই যেন রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর মঞ্চ। আগের মৌসুমে একের পর এক ম্যাচে নাটকীয়ভাবে জয় তুলে নেয়ার পর চ্যাম্পিয়ন হয়ে যায় মাদ্রিদ। ঘরে তলে ১৪তম শিরোপা। এবার নকআউট পর্বের প্রথম ম্যাচেই প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখলো লস ব্ল্যাংকসরা। শুরুতে দুই গোলে পিছিয়ে পড়লেও দুর্দন্ড প্রতাপে পাঁচ গোল দিয়ে জয় নিয়েই ফিরলো চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৪ বারের শিরোপাজয়ীরা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলকে তাদেরই ঘরের মাঠে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। অ্যানফিল্ডে গুনে গুনে পাঁচবার স্বাগতিকদের জালে বল জড়িয়েছে কার্লো আনচেলোত্তির দল। রিয়াল মাদ্রিদের পক্ষে দুইটি করে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র এবং করিম বেনজেমা। অপর গোলটি করেছেন এদের মিলিতাও।

লিভারপুলের বিপক্ষে ম্যাচ শুরুর ১৯ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ম্যাচের চতুর্থ মিনিটেই লিড পায় স্বাগতিকরা। গোল করেন নুনেজ। ১৪ মিনিটে লিড দ্বিগুণ করেন মিশরীয় তারকা সালাহ। ২-০ গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিভারপুল। ২১ মিনিটের  মাথায় রিয়ালের পক্ষে গোল করে ব্যবধান কমান ভিনিসিয়াস জুনিয়র। 

ম্যাচের ৩৬ মিনিটে আবারও গোল করে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র। ২-২ গোলের সমতা নিয়েই প্রথমার্ধ শেষ করে দুই দল। বিরতির পরে যেন মাঠে নামে এক অন্য রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় অর্থাৎ ৪৭ মিনিটেই মাদ্রিদের পক্ষে গোল করে লিড এনে দেন আরেক ব্রাজিলিয়ান মিলিতাও। এরপর শুরু হয় রিয়াল মাদ্রিদের পুরনো ওয়াইন করিম বেনজেমা শো। 

ম্যাচের ৫৫ মিনিটে গোল করে লিড দ্বিগুণ করেন বেনজেমা। মাদ্রিদের মহয়ে লিভারপুলের জালে শেষ পেরেক ঠুকে দেন বেনজু। ম্যাচের ৬৭ মিনিটে নিজের ২য় গোল করে মাদ্রিদের ঞ্জয় সুনিশ্চিত করেন তিনি। 

শুরুতে ২-০ তে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ, যার শেষটা হলো ৫-২ গোলের দুর্দান্ত জয়ে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগেই শেষ আট একপ্রকার নিশ্চিত করল রেকর্ড ১৪ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার মালিকরা।


মন্তব্য