জাতীয় দলে ডাক পেলেন এলিটা কিংসলে

ফুটবল
এলিটা কিংসলে  © ফাইল ফটো

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম লেগ শেষে দেশি ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা এলিটা কিংসলে। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এই ফরোয়ার্ড আবারো জাতীয় দলে ডাক পেয়েছেন এক বছর পর। 

২০২১ সালে সাফ চ্যাম্পিয়নশীপে প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি এলিটা কিংসলে। তৎকালীন কোচ অস্কার ব্রুজন তাকে বাদ দেওয়ার পেছনে আইনত একটি বিষয় ছিল। ফিফা থেকে আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি আসেনি। এক বছর পর আবার জাতীয় দলে ডাক পাওয়ায় এই প্রশ্ন উঠেছে এলিটা কি এবার খেলতে পারবে?

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এই প্রশ্নের উত্তরে বলেন, ‘ফিফা সুনির্দিষ্টভাবে কিছু বলেনি। প্রতিপক্ষ কোনো দল যদি প্রতিবাদ বা প্রশ্ন তোলে সেক্ষেত্রে বাফুফেকে উত্তর দিতে হবে’। প্রতিপক্ষ প্রতিবাদ করলে বাফুফে প্রয়োজনীয় উত্তর দিতে প্রস্তুত বলে জানান ফেডারেশনের সম্পাদক।

আরও পড়ুন: সতীর্থদের স্বর্ণের প্রলেপ দেওয়া আইফোন দিলেন মেসি, মূল্য আকাশছোঁয়া 

বাংলাদেশ জাতীয় দলে এলিটা না খেলতে পারলেও ইতোমধ্যে বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপে বাংলাদেশি হিসেবে খেলেছেন। এশিয়ান কনফেডারশেনের অধীনে আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশি হিসেবে খেললে জাতীয় দলে বাধা কোথায়? এর উত্তরে সাধারণ সম্পাদক বলেন, ‘এএফসি কাপ ও জাতীয় দলে খেলানোর মধ্যে পার্থক্য রয়েছে। জাতীয় দলে খেলার বিষয়টি সরাসরি ফিফার তত্ত্বাবধায়নে। এএফসি কাপের ক্ষেত্রে অতটা বাধ্যবাধকতা নয়’।

এদিকে এলিটা কিংসলে সম্পর্কে বেশ আশাবাদী হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, ‘সে প্রথম লেগে দারুণ খেলেছে। আশা করি জাতীয় দলের অনুশীলনেও তেমনটাই খেলবে।’ 

জাতীয় দল এখন ২৭ জনের স্কোয়াড। এলিটা ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে থাকলে শেষ পর্যন্ত খেলতে পারবে কি না এই প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, ‘এলিটাকে খেলাতে হলে বাফুফেকে ঝুঁকি বা দায়িত্ব নিয়ে খেলাতে হবে’।