আবারও এল ক্ল্যাসিকো, আবারও হার রিয়াল মাদ্রিদের

ফুটবল
এল ক্ল্যাসিকো  © সংগৃহীত

ঘরের মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সা। রোনালদো আরাউহোর আত্মঘাতী গোলে শুরুতে পিছিয়ে পড়ে বার্সেলোনা। প্রথমার্ধের অন্তিম সময়ে সমতা ফেরান সের্হিও রবের্তো। তার বদলি হিসেবে নেমেই কেসিয়ে করেন ব্যবধান গড়ে দেওয়া গোল।  

রিয়ালের সামনে সুযোগ ছিল ব্যবধান কমিয়ে শিরোপা লড়াই জমিয়ে তোলার। পারল না তারা। ঘুরে দাঁড়িয়ে তাদের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিল বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে জিতল টানা তিন ক্লাসিকোয়। 

২৬ ম্যাচে ২২ জয় ও দুই ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করল বার্সেলোনা। সমান ম্যাচে ষষ্ঠ হারে শিরোপা ধরে রাখার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেল রিয়ালের। ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে কার্লো আনচেলত্তির দল।  

বার্সেলোনার একটি ভুল পাসের পর ২৪ সেকেন্ডের মাথায় গোলের জন্য প্রথম শট নেন করিম বেনজেমা। গোলপোস্টের নিচে দু্র্দান্ত সময় কাটানো মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে সেটা অবশ্য খুব একটা ভাবাতে পারেনি। 

খেলার ধারার বিপরীতে সৌভাগ্যের গোলে নবম মিনিটে এগিয়ে যায় রিয়াল। ভিনিসিয়াস জুনিয়রের ক্রস আরাউহোর মাথায় লেগে একটু দিক পাল্টে জড়ায় জালে। বেশি কিছু করার ছিল না বার্সেলোনা গোলরক্ষকের। 

৩২তম মিনিটে কর্নারের পর ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে ক্রিস্তেনসেনের ফ্লিক ঝাঁপিয়ে ঠেকান কোর্তোয়া। দুই মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে রাফিনিয়ার বাঁকানো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনি। একের পর এক আক্রমণে রিয়ালের রক্ষণের কঠিন পরীক্ষা নেওয়া বার্সেলোনা সমতা ফেরায় ৪৫তম মিনিটে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ তৈরি করেন ভিনিসিয়াস। ৪৭তম মিনিটে গতি ও পায়ের কারিকুরিতে আরাউহোকে পেছনে ফেলে এগিয়ে গিয়ে বাইলাইন থেকে কাটব্যাক করেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু অরক্ষিত ফেদে ভালভেরদে শট রাখতে পারেননি লক্ষ্যে। 

৮১তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠান মার্কো আসেনসিও। তবে তিনি অফসাইডে থাকায় মেলেনি গোল। এরপর পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়ে বার্সেলোনা। পাঁচ মিনিট পর বেনজেমা ও ভিনিসিয়াসের দুটি প্রচেষ্টা প্রতিহত করে সমতা ধরে রাখে স্বাগতিকরা।

এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। লেভানদোভস্কির ব্যাক হিলে বল পেয়ে দারুণ ক্রসে আলেহান্দ্রো বাল্দে খুঁজে নেন কেসিয়েকে। ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে জাল খুঁজে পান এই মিডফিল্ডার। বার্সেলোনার হয়ে এটাই তার প্রথম গোল। বাকি সময়ে ব্যবধান ধরে রেখে মহাগুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

এ জয়ে  ২৬ ম্যাচ শেষে ৬৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দুই নম্বরে। এই ১২ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে শেষ পর্যন্ত যদি রিয়াল মাদ্রিদ এই মৌসুমে লা লিগার শিরোপা জিতে যায়, তাহলে সেটা রূপকথার গল্পের মতোই হবে।


মন্তব্য