আইপিএল

প্রথম ম্যাচে হেরেছে সাকিব-লিটনের কলকাতা , ফিজের দিল্লী

ক্রিকেট
আইপিএল  © ক্রিকইনফো

আইপিএলে প্রথম ম্যাচে হেরেছে সাকিব-লিটনের কলকাতা এবং মুস্তাফিজের দিল্লী। সাকিব-লিটন দলের সাথে যুক্ত হতে পারেন নি। কিন্তু দলের সাথে যুক্ত হয়েও গতকাল প্রথম ম্যাচে একাদশে জায়গা পাননি কাটার মাস্টার ফিজ। 

কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচেই বৃষ্টির বিঘ্ন। টস জিতে প্রথমে বোলিং নিয়েও সুবিধা করতে পারেনি নীতীশ রানার দল। তার পর ব্যাট করতে নামার সময়ও বিপত্তি। সময় মতো স্টেডিয়ামের ফ্লাড লাইট না জ্বালানোয় ব্যাট করতে নেমেও সাজঘরে ফিরে যেতে হল কলকাতার দুই ওপেনারকে। ২১ মিনিট পর ব্যাট করতে নামেন কেকেআর।

কলকাতার ইনিংসের ১৬ ওভারের পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। নিয়ম অনুযায়ী, সন্ধে ৭টা ৫৪ মিনিটের মধ্যে খেলা শুরু করা গেলে ওভার সংখ্যা কমত না। কিন্তু প্রবল বৃষ্টির জন্য ৭টা ৪৫ মিনিটে খেলা শেষ বলে ঘোষণা করেন আম্পায়াররা। এর ফলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে হেরে যায় কলকাতা। ১৬ ওভারের পর কলকাতার রান ছিল ৭ উইকেটে ১৪৬ রান। এই সময় কলকাতাকে জিততে হলে ১৫৩ রান করতে হত। সেই হিসাবে ৭ রানে হেরে গেল নাইট রাইডার্স।

অ্যানরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিদিদের অনুপস্থিতিতেও একাদশে সুযোগ মেলেনি তার। বাঁহাতি এই পেসার না থাকার ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে ৫০ রানে হেরেছে দিল্লি। এদিন অধিনায়ক ডেভিড ওয়ার্নার হাফ সেঞ্চুরি করলেও এক মুহূর্তের জন্যও দলকে জয়ের আশা দেখাতে পারেননি। বাঁহাতি এই ওপেনারের ৫৬ রানের ইনিংস কেবল দিল্লির হারের ব্যবধানই কমিয়েছে।

লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে জয়ের জন্য ১৯৪ রান তাড়া করতে নেমে ভালো শুরুই আভাস দিয়েছিল দিল্লি। প্রথম চার ওভারে ৪০ রান তোলা নিজেদের প্রথম উইকেট হারায় পঞ্চম ওভারে এসে। বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই পৃথ্বী শ’কে ফেরান মার্ক উড। ডানহাতি এই পেসারের গতিময় ডেলিভারিতে বোল্ড হন তরুণ এই ওপেনার। পরের বলে আউট হয়েছেন মিচেল মার্শ। উডের বলে গোল্ডেন ডাক মেরেছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। পাওয়ার প্লে শেষ হওয়ার পর আউট হয়েছেন সরফরাজ খানও। দিল্লির এই উইকেটকিপার ব্যাটারকেও আউট করেছেন উড। পঞ্চাশের আগে তিন উইকেট হারানোর পর দিল্লিকে টেনে তোলার চেষ্টা করেন রাইলি রুশো।

তবে তাকে বেশিক্ষণ টিকতে দেননি রবি বিষ্ণই। ডানহাতি এই লেগস্পিনারের লেগ স্টাম্পের ডেলিভারিতে মেয়ার্সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২০ বলে ৩০ রান করা রুশো। এরপর রভম্যান পাওয়েল কিংবা অক্ষর প্যাটেলরা কেউই টিকতে পারেননি। শেষ দিকে এসে ধীরগতির ব্যাটিংয়ে ৪৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। বাঁহাতি এই ওপেনার শেষ পর্যন্ত আউট হয়েছেন ৪৮ বলে ৫৬ রানের ইনিংস খেলে। তবুও দিল্লিকে জেতাতে পারেননি তিনি। ৯ উইকেট হারিয়ে দিল্লি ১৪৩ রান তোলে। লক্ষ্ণৌর হয়ে উড একাই ৫ উইকেট নিয়েছেন।


মন্তব্য