৬ ইনিংসেই ২য় সেঞ্চুরি তুলে নিলেন আনামুল বিজয়

ক্রিকেট
আনামুল বিজয়  © সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরে হাজার রান করে রেকর্ড গড়েছিলেন এনামুল হক বিজয়। এবারও যেভাবে রান করছেন তাতে নিজের রেকর্ডই হয়ত ভাঙবেন! আবাহনী জার্সিতে ৬ ইনিংসে এ ওপেনার সেঞ্চুরি করলেন দুটি। রোববার বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা লিওপার্ডসের বিপক্ষে ১০৭ রানের ইনিংসে পর আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বিজয়।

ছয় ইনিংসে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটিতে আবাহনী ওপেনার করেছেন ৪১৯ রান। গড় ১০৪.৭৫, স্ট্রাইকরেটও একশর কাছে (৯৯.৫)।

১২ দলের আসরে আবাহনী ৫ ম্যাচে নেমে সবকটি জিতেছে। তাদের সুপার লিগ খেলাও একরকম নিশ্চিত। সেক্ষেত্রে এবারের লিগে আকাশী-নীলরা ম্যাচ পাবে ১৬টি। ৬ ম্যাচেই চারশ পেরিয়ে যাওয়া বিজয়ের চোখ এবারও হাজার রানেই থাকবে।

বিজয় এবারের ঢাকা লিগ শুরু করেছিলেন সেঞ্চুরি দিয়ে। পরেরটি পেতে অপেক্ষা করা লাগল ৫ ম্যাচ। আগের ম্যাচে রান তাড়ায় ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মাত্র ৬৩ বলে।

বিজয়ের পাশাপাশি আবাহনীর আরেক ওপেনার নাঈম শেখও এবার ধারাবাহিকভাবে রান করছেন। আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের দ্বিতীয় স্থানে। রোববার পার্টনারের সেঞ্চুরির দিনে বাঁহাতি ওপেনার করেছেন ফিফটি। ৫৭ রানের ইনিংসে ওপেনিং জুটি হয় ১৪৮ রানের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ২৬৬ রান।


মন্তব্য


সর্বশেষ সংবাদ