রশিদের হ্যাটট্রিক ছাপিয়ে শেষ ওভারে ৫ ছক্কায় কলকাতার অবিশ্বাস্য জয়

আইপিএল
  © সংগৃহীত

আফগানিস্তানের রশিদ খান যে কোনো পরিস্থিতিতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন, আর সেটিই যেন আবার প্রমাণ করে দেখালেন তিনি। আগের তিন ওভারে ৩৫ রান দিয়েছিলেন তিনি, তবে নিজের চতুর্থ ওভারে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে গুজরাট টাইটান্সকে ম্যাচে ফেরান রশিদ খান। তবে, শেষ ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে কলকাতাকে অবিশ্বাস্য জয় এনে দেন রিংকু সিং। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রিংকু সিংয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে গুজরাট টাইটান্সকে ৩ উইকেটে হারায় কলকাতা।

গুজরাট টাইটান্সের দেওয়া ২০৫ রানের টার্গেট তাড়ায় নেমে ১৫ ওভার পর্যন্ত জয়ের পথেই ছিল কেকেআর। ভেঙ্কটেশ আইয়ারের ৮৩ ও অধিনায়ক নিতিশ রানার ২৯ বলে ৪৫ রানে জয়ের সুবাসই পাচ্ছিল তারা। তবে, ১৬তম ওভারে বল তুলে নেন রশিদ খান। সেই ওভারেই চমক দেখান আফগানিস্তানের এই তারকা স্পিনার। প্রথম বলেই রশিদের গুগলিতে বিভ্রান্ত হয়ে ক্যাচ দেন বিধ্বংসী আন্দ্রে রাসেল। পরের বলে ছক্কা মারতে গিয়ে সীমানায় ধরা পড়েন আরেক ক্যারিবিয়ান তারকা সুনিল নারাইন। তৃতীয় বলে শার্দুল ঠাকুরকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রশিদ। 

তিন বড় তারকাকে ফিরিয়ে রশিদের দারুণ হ্যাটট্রিকের পর কলকাতার জয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছিল সবাই। তবে সেখান থেকেই বড় চমক দেখান রিংকু সিং। ব্যাটিংয়ে এসে উইকেটে সেট হয়েই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন তিনি। শেষ ওভারে রিংকু সিং যা করলেন, সেটা যেন অবিশ্বাস্য। জশ দয়ালের করা প্রথম বলটিতে সিঙ্গেল নিয়ে রিংকুকে স্ট্রাইক দেন যাদব। পরের পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রিংকু সিং। 

এর আগে, বিজয় শঙ্করের তাণ্ডবে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে গুজরাট। বিজয় ২৪ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৩ রানে অপরাজিত থাকেন। কলকাতার একমাত্র সফল বোলার সুনীল নারিন ৩৩ রানে শিকার করেন ৩ উইকেট।


মন্তব্য


সর্বশেষ সংবাদ