পাকিস্তানে এশিয়া কাপ বাতিল হলে ৫দেশ নিয়ে ভিন্ন পরিকল্পনা ভারতের

ক্রিকেট
পাকিস্তানে এশিয়া কাপ  © সংগৃৃহীত

একে অপরের উপর চাপ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছিল ভারত-পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে বিসিসিআইয়ের নাছোড় মনোভাবের কাছে সম্ভবত মাথা নোয়াতে হবে পিসিবিকে। কেননা ভারতীয় ক্রিকেট বোর্ড এমন এক মোক্ষম চাল দেয়, বাজি হারা ছাড়া উপায় নেই পাক বোর্ডের।

ভারত-পাকিস্তান উভয় দেশের ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থানে অনড় থাকায় এবছর এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড সেই সময়ে পাঁচ দেশের নতুন এক টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে। বিসিসিআইয়ের এমন পরিকল্পনার কথা শোনা মাত্রই পিসিবি সুর নরম করতে চলেছে বলে খবর।

ঘটনা যা যা ঘটলঃ
১. এবছর এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাতে। তারা নিজেদের দেশেই এশিয়া কাপ আয়োজন করতে চায়।

২. ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দেয় যে, তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তানে দল পাঠাবে না।

৩. পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে হুমকি দেওয়া হয় যে, ভারতীয় দল পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না গেলে তারাও ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না।

৪. এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে এশিয়া কাপের বিকল্প কেন্দ্র নির্বাচনের তোড়জোড় করা হয়। বিকল্প হিসেবে আমিরশাহি ও শ্রীলঙ্কার নাম উঠে আসে আলোচনায়। যদিও পিসিবি বিদেশের মাটিতে এশিয়া কাপ আয়োজন করতে নারাজ।

৫. পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিকল্প প্রস্তাব দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে। তারা চায় এশিয়া কাপে ভারতের ম্য়াচগুলি আয়োজিত হোক নিরপেক্ষ দেশে। তবে বাকি সব দেশ এশিয়া কাপের ম্যাচ খেলুক পাকিস্তানের মাটিতে।

৬. যদিও বিসিসিআই সেই প্রস্তাব মেনে নিতে রাজি হয়নি। তারা চায় গোটা টুর্নামেন্ট আয়োজিত হোক অন্য কোনও দেশে। শোনা যাচ্ছে যে, শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডও পিসিবিকে বিদেশের মাটিতে এশিয়া কাপ আয়োজনের জন্য রাজি করানোর চেষ্টা করে। তবে ব্যর্থ হয় তাদের প্রচেষ্টা।

৭. স্বাভাবিকভাবেই ২০২৩ সালের এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

৮. এবার নতুন খবর ছড়িয়ে পড়ে যে, এশিয়া কাপ বাতিল হলে বিসিসিআই সেই সময়ে ৫ দেশের একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে।

৯. ভারতীয় বোর্ডের পরিকল্পনার কথা জানার পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান বদলাতে পারে বলে শোনা যাচ্ছে।

১০. সুতরাং এটা স্পষ্ট যে, পাকিস্তান ছাড়া অন্য কোনও দেশে এশিয়া কাপ আয়োজিত না হলে এবছর বাতিল হবে টুর্নামেন্ট। তাই বিদেশের মাটিতে এশিয়া কাপ আয়োজন করা ছাড়া অন্য কোনও রাস্তা খোলা নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সামনে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ