আইপিএল খেলতে এসেছি গালি শুনতে নয়!

আইপিএল
  © সংগৃহীত

সোমবার লখনৌতে আইপিএল ১৬তম আসরের ৪৩তম ম্যাচে মুখোমুখি হয় লখনৌ সুপার জায়ান্ট বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এদিন ম্যাচের ১৭তম ওভারের শেষ বলে লখনৌর আফগান তারকা পেসার নবীনউল হককে বাউন্সার দেন বেঙ্গালুরুর তারকা পেসার মোহাম্মদ সিরাজ। 

সেই বলটি আম্পায়ার নো ডাকেন। তবে ফ্রি-হিটের সুযোগ কাজে লাগাতে পারেননি নবীন। তারপরও নবীনকে রক্তচক্ষু দেখিয়ে বল ছুড়ে মারেন সিরাজ। 

তারপরই নবীন কথা বলেন মোহাম্মদ সিরাজের সঙ্গে। সেই সময় মিড অফে ঘুরে বেড়াচ্ছিলেন বিরাট কোহলি। তিনি গোটা ঘটনায় হস্তক্ষেপ করে নবীনকে পাল্টা জবাব দেন। তখন নবীনও ছেড়ে কথা বলেননি কোহলিকে। 

খেলা শেষে উভয় দল যখন করমোদনে ব্যস্ত তখন নবীনউল হককে পালটা কিছু শুনিয়ে দেন কোহলি। এতে আরও ক্ষিপ্ত হন আফগান তারকা পেসার। সেই সময়ে গ্লেন ম্যাক্সওয়েল পরিস্থিতি সামলান। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের পর লখনৌর আফগান তারকা নবীনউল হক বলেন, আইপিএল খেলতে এসেছি। কারো কাছ থেকে গালিগালাজ শুনতে আসিনি।

২৩ বছর বয়সি আফগান তারকা ম্যাচের পর কোহলিকে উদ্দেশ করে ইনস্টাগ্রামে লেখেন, তোমার যা প্রাপ্য সেটাই পেয়েছ। এরকমই হওয়া উচিত। এভাবেই এটা হয়ে থাকে।


মন্তব্য