আর্জেন্টিনা ফুটবলের সঙ্গে যুক্ত হলো বিকাশ
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৮ মে ২০২৩, ১০:১১ PM , আপডেট: ০৮ মে ২০২৩, ১০:১১ PM

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবা দানকারী প্রতিষ্ঠান বিকাশ।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ভেরিফাইড ফেসবুক পেজ ও টুইটারে এবং বিকাশের ফেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিয়ষটি নিশ্চিত করা হয়েছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন লিখেছে, বিকাশ-এর সঙ্গে বাংলাদেশে প্রথম আঞ্চলিক স্পন্সরশিপ চুক্তির ঘোষণা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
চুক্তির বিষয়ে বিকাশ তাদের পেজে লিখেছে, ‘জয়ের তেষ্টা আর অদম্য চেষ্টার বিকাশ ঘটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। প্রযুক্তি আর দক্ষতার শক্তিতে আমরাও বাংলাদেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিচ্ছি আর্থিক লেনদেনের আধুনিক সব সেবা, জয় করেছি কোটি গ্রাহকের মন। দুই চ্যাম্পিয়ন আজ একসাথে নতুন সম্ভাবনার পথে- সবসময়, সব প্রয়োজনে।’