১২ মে ২০২৩, ১৯:১৩

ঘাস কাটার মেশিন ক্রয়ে অনিয়মের কারণে অর্থ আটকে দেয় ফিফা

ফিফা ও বাফুফে  © সংগৃৃহীত

ঘাস কাটার যন্ত্র কিনতেও অনিয়ম! এমনই কান্ড করেছেন বাফুফের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও অপারেশন ম্যানেজার মিজানুর রহমান। ক্রয়াদেশ দেবার ৩ মাস আগেই কেনা হয় মেশিন। চমকে ওঠার মতো তথ্য হলো, পুরো ঘটনাটিই ঘটেছে, বাফুফের কেনাকাটার অনিয়ম নিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তদন্তের সময়। 

ফিফার তদন্ত অনুযায়ী আবু নাঈম সোহাগ তার দ্বায়িত্বের অবহেলা করেছেন সেটা প্রমাণিত। ভেঙ্গেছেন ফিফার চারটি কোড অব এথিক্স। যার পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ ফুটবল ফেডারেশন সাবেক সাধারণ সম্পাদক। যদিও সম্প্রতি তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন তিনি নির্দোষ। 

ফিফার তদন্ত চলাকালীন বাফুফের এ কর্মকর্তার অনিয়ম, দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে। আরো স্পষ্ট করে বললে, ফিফার ক্রয়নীতি না মেনে একাধিক ঘাস কাটার মেশিন কিনেছে ফুটবল ফেডারেশন। তারই নির্দেশে। 

অনুসন্ধানের প্রয়োজনে গন্তব্য পুরান ঢাকার নবাবপুর মার্কেট, বাংলাদেশ হার্ডওয়ারের সন্ধানে। পাওয়া তথ্য অনুযায়ী সেখান থেকেই কেনা হয়েছে তিনটি ঘাস কাটার মেশিন।

দোকানের নাম বিভ্রান্ত ছড়ানোর মতই। কারণ বাংলাদেশ হার্ডওয়্যার কোন ধরনের ঘাস কাটার মেশিন বিক্রি করে না। 

অবশেষে সন্ধান মিললো বি এইচ লন মোয়ার অ্যান্ড মেশিনারিজের। এখান থেকেই বাংলাদেশ হার্ডওয়্যারের বিক্রয় রশীদে হোন্ডা ব্র্যান্ডের ঘাস কাটার মেশিন কেনা হয়।-চ্যানেল-২৪