অ্যাশেজ ২য় টেস্ট শুরু আজ, মইনকে বসিয়ে ৪ পেসার খেলাবে ইংল্যান্ড

ক্রিকেট
অ্যাশেজ ২য় টেস্ট  © ক্রিকইনফো

আজ বুধবার থেকে লর্ডসে শুরু হচ্ছে অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট। এজবাস্টনে চলতি অ্যাসেজের প্রথম টেস্টে অবিশ্বাস্য উত্তেজক ম্যাচে অস্ট্রেলিয়া নাটকীয় কায়দায় দুই উইকেটে জেতে। ক্রিকেটের মক্কায় আরও একটা জমজমাট ম্য়াচের অপেক্ষা। ইংল্য়ান্ডের ব্যাজবল বা টেস্টে ধুমধাড়াক্কা ক্রিকেট এবারের অ্যাশেজকে জমিয়ে দিয়েছে।

লর্ডস টেস্টের জন্য প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড। সিরিজে ০-১ পিছিয়ে থেকে নামা ইংল্যান্ড তাদের প্রথম একাদশে একটাই পরিবর্তন করল। স্পিনার মইন আলির জায়গায় দলে নেওয়া হল ১৯ বছরের তরুণ প্রতিশ্রুতিমান পেসার জোশ টাঙ্গ -কে। তার মানে লর্ডসে একেবারে স্পেশালিস্ট চার পেসার, সঙ্গে বেন স্টোকস পেসার অলরাউন্ডার হিসেবে থাকছেন। লর্ডেসের পিচের সবুজ আভা আরমইনের চোটের কথা মাথায় রেখে আয়ারাল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হওয়া টাঙ্গকেই দলে রাখলেন স্টোকস। এজবাস্টনে প্রথম ইনিংসে ট্রাভিস হেড ও ক্য়ামেরন গ্রিনের উইকেট নেন টেস্টে অবসর ভেঙে ফেরা মইন আলি। দ্বিতীয় ইনিংসে হাতে চোট পাওয়ায় সেভাবে বল করতে পারেননি তিনি।  অন্যদিকে, জোশ টাঙ্গ ক দিন আগে লর্ডসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন।

ইংল্যান্ড দলে চার স্পেশালিস্ট পেসার হিসেবে থাকছেন- জিমি অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ওলে রবিনসন ও জোশ টাঙ্গ। ব্য়াটিংয়ে ভরসা জো রুট, হ্যারি ব্রুত, জ্যাক ক্রাউলে। সঙ্গে উইকেটকিপার-ব্য়াটার জনি বেয়ারস্টো আর অধিনায়াক স্টোকসও তো থাকছেনই। ইংল্যান্ড শিবির থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, লর্ডসে তারা আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। এজবাস্টনে প্রথম ইনিংসে স্টোকসের ডিক্লেয়ার ঘোষণা নিয়ে জোর সমালোচনা হয়েছিল। ইংল্যান্ড শিবিরের বক্তব্য, পরিস্থিতি এলে লর্ডসেও এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া হবে।