‘বিশ্বের সেরা স্পিন অ্যাটাক আফগানিস্তানের’ - টাইগার সহকারী কোচ
- স্পোটর্স মোমেন্টস
- প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৫:৪৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৩, ০৫:৪৭ PM

ওয়ানডেতে এসে আফগানদের বিপক্ষে স্বাগতিকদের হতশ্রী পারফরম্যান্স হতাশ করেছে ক্রিকেটপ্রেমীদের। দুই ওয়ানডেতেই আফগানিস্তানের বোলিং ডিপার্টমেন্টের বিধ্বংসী বোলিংয়ে উইকেটে টিকে থাকতেই খাবি খেতে হয় স্বাগতিক ব্যাটারদের। দুই ম্যাচে বাংলাদেশের উইকেট পতন হয়েছে মোট ১৯টি। তার ভেতর ১১টিই নিয়েছেন রাশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবি মিলে। খালি চোখেই দৃশ্যমান যে আফগান স্পিন বিষে নিল হয়ে লুটিয়ে পড়তে হয়েছে লিটন-সাকিবদের।
কিন্তু বিপরীত চিত্র টাইগার শিবিরে। স্বাগতিক স্পিন ডিপার্টমেন্ট দুই ম্যাচেই করেছে নির্বিষ বোলিং। সেই হিসেবে সফরকারীদের স্পিন ডিপার্টমেন্ট যে বাংলাদেশের চেয়ে শক্তিশালী সেটি বোলার অপেক্ষা রাখে না।
বিষয়টি স্বীকার করে নিলেন জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফগানিস্তানের স্পিন ডিপার্টমেন্টকে বিশ্বের সেরা স্পিন ডিপার্টমেন্ট বলে উল্লেখ করেন তিনি।
পোথাস বলেন, ‘সত্যি বলতে বর্তমানে বিশ্বের সেরা স্পিন অ্যাটাক আফগানিস্তানের। তাদের ৩ স্পিনার সাদা বলের ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলে। এখন সারা বিশ্বেই খেলে বেড়াচ্ছে। তাদের মতো খেলোয়াড় থাকা একজন অধিনায়কের স্বপ্ন। তবে এই চ্যালেঞ্জ নেওয়াটা আমাদের জন্য অ্যাডভান্টেজ। কারণ, এটা আমাদের আরও ভালো করে তুলবে। এই লেভেলের স্পিন মোকাবেলা করার পর আপনি যে কাউকে মোকাবিলা করতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘বিশ্বের আর কোনো দলেই এই মানের ৩ স্পিনার নেই। তাই বলব এই প্রস্তুতিটা আমাদের জন্য খুবই উপকারী। র্যাঙ্কিংয়ে তারা কত সেটা বড় বিষয় নয়। তবে তাদের কোয়ালিটির দিকে দেখুন, আমি মনে করি বিশ্বের সেরা স্পিনারদের মধ্যে এই ৩ জন আছে। আমরা এটাকে খুবই ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি।’