অশ্বিনের ৭ উইকেটে ইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারাল ভারত
- স্পোটর্স মোমেন্টস
- প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ০৮:৩৯ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৩, ০৮:৩৯ AM

ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের শুরু থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখে ভারত। ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসে সস্তায় গুটিয়ে দেয় টিম ইন্ডিয়া। পালটা ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসের নিরিখে বড় রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসেও ব্যটিং ব্যর্থতা জারি থাকে ক্যারিবিয়ানদের। অশ্বিনের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস ধসে যায় নিতান্ত কম রানে। রোহিতরা তিন দিনেই প্রথম টেস্ট জিতে নেন এক ইনিংসের ব্যবধানে।
টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৫০ রানে। পালটা ব্যাট করতে নেমে ভারত তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৪২১ রান তোলে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৩০ রানে গুটিয়ে যায়।
অশ্বিন প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৭টি উইকেট নিলেও তাঁকে টপকে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন যশস্বী জসওয়াল। অভিষেককারী যশস্বী ১৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৮৭ বলে ১৭১ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদেই প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার হাতে তোলেন।
৫০.৩ ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জোমেল ওয়ারিকান। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ১৩০ রানে অল-আউট হয়ে যায়। হোল্ডর ১টি বাউন্ডারির সাহায্যে ৫০ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। ভারত এক ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে। অশ্বিন ২১.৩ ওভার বল করে ৭টি মেডেন-সহ ৭১ রানের বিনিময়ে ৭টি উইকেট দখল করেন। সুতরাং, দুই ইনিংস মিলিয়ে অশ্বিন ১২টি উইকেট নেন। জাদেজা দ্বিতীয় ইনিংসে ৩৮ রানে ২টি উইকেট পকেটে পোরেন।