পারল না বসুন্ধরা কিংস
- স্পোটর্স মোমেন্টস
- প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৯:০৬ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৩, ০৯:০৬ AM

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়া হলো না বসুন্ধরা কিংস এর। প্রাথমিক বাছাই পর্বে স্বাগতিক শারজাহ এফসির কাছে ২-০ গোলে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা।
ব্রাজিল-স্পেন-মরোক্কো-বসনিয়া-গিনির ফুটবলারদের সাথে আমিরাতের সেরা তারকা ফুটবলারদের নিয়ে গড়া দল শারজাহ এফসি। দলীয় শক্তিতে বসুন্ধরা কিংস এর চেয়ে অনেক শক্তিশালী তারা। তার ওপর শারাজার গরমে কিংস এর জন্য স্বাভাবিক খেলা কঠিন ছিলো। রেফারি দু’মিনিট কুলিং ব্রেক দেন। খেলার পরিস্কার প্রাধান্য ধরে রেখেই জিতেছে শারাজাহ এফসি।
মঙ্গলবার অবশ্য প্রথমার্ধে স্বাগতিক দলকে ভালই ঠেকিয়ে রেখেছিলো কিংসরা। ৪৫ মিনিটে স্কোরলাইন ছিলো গোলশূন্য। কিন্তু ইনজুরির চার মিনিটেই সর্বনাশ হয়েছে। স্বাগতিক শারজাহ এফসি ঐ সময়ে এক গোল করে এগিয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধের মাঝামাঝি দ্বিতীয় গোল আদায় করে নেয় স্থানীয় ক্লাবটি।
প্রথমার্ধে কিংস গোলরক্ষক জিকো দু'বার দলকে রক্ষা করেন। কিংসও একাধিক গোলের সুযোগ নষ্ট করেছে। এমন ম্যাচে এই সুযোগ হারানোর খেসারতও দলকে দিতে হয়েছে প্রাথমিক রাউন্ড থেকে বিদায় নিয়ে ।