আফগানদের উড়িয়ে সুপার ফোরে বাংলাদেশ
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১ PM

'দাগ থেকে দারুণ কিছুর' মতো হেরে এশিয়া কাপ শুরুর পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ব্যাক ফুট থেকে আফগানিস্তানের বিপক্ষে দৃঢ়তা দেখিয়ে রেকর্ড রান তুলেছে। বল হাতে দাপট দেখিয়ে তুলে নিয়েছে ৮৯ রানের বড় জয়। নিশ্চিত করেছে এশিয়া কাপের সুপার ফোর।
একাদশে তিন পরিবর্তন এনে লাহোরে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নাঈম শেখের সঙ্গে ইনিংস শুরু করেন মেকশিফট ওপেনার মেহেদী মিরাজ। তিনিই বুমেরাং হয়েছেন দলের জন্য। দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন মিরাজ। তার সঙ্গে রেকর্ড জুটি দিয়ে সেঞ্চুরি তুলে নেন নাজমুল শান্তও। বাংলাদেশ ৫ উইকেটে তোলে ওয়ানডে ফরম্যাটে নিজেদের তৃতীয় সর্বোচ্চ ৩৩৪ রান।