শান্তর এশিয়া কাপের জার্নি শেষ
- স্পোটর্স মোমেন্টস
- প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৮ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৮ PM

এশিয়া কাপের ১৬তম আসরে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ওই ম্যাচে নেট রানরেটে এগিয়ে থেকেই শেষ চারে জায়গা অনেকটাই নিশ্চিত করেছে টাইগাররা। তবে সুপার ফোরে নামার আগেই দুঃসংবাদ লাল-সবুজ শিবিরে।
হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন আফগানদের বিপক্ষে ১০৪ রানের দাপুটে ইনিংস খেলা সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় বিষয়টি জানিয়েছেন শান্তও। সেখানে তিনি টাইগার সমর্থকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এদিকে শান্তর চোট প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, ব্যাটিংয়ের সময় সে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভবের কথা জানিয়েছে। ফিল্ডিংও করতে পারেনি। এমআরআই স্ক্যান করে দেখা গেছে তার মাংসপেশি ছিঁড়ে গেছে। সতর্কতা হিসেবে সে এই টুর্নামেন্টে (এশিয়া কাপ) আর খেলবে না এবং সেরে ওঠার প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে ফিরবে। এরপর বিশ্বকাপের প্রস্তুতি নেবে।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শান্ত লিখেছেন, এশিয়া কাপ ২০২৩-এ আমার যাত্রা এখানেই শেষ। পেশির চোটে ভুগছি এবং টুর্নামেন্টে আর খেলব না।
টপ-অর্ডার এই ব্যাটার আরও লিখেছেন, টুর্নামেন্টের বাকি অংশগুলোর জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভকামনা। শিগগিরই দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি নেব, ইনশাল্লাহ। সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টপ-অর্ডারে নির্ভরতার এক প্রতীক শান্ত। এশিয়া কাপে দলের বাকিদের ব্যর্থতার দিনে লঙ্কানদের বিপক্ষে একাই লড়াই করেছেন টাইগার এই ব্যাটার। ওই ম্যাচে শান্তর ব্যাট থেকে এসেছিল ৮৯ রান। সবশেষ বাঁচা-মরার ম্যাচে আফগানদের বিপক্ষে খেলেছেন ১০৪ রানের ইনিংস। তবে শেষ পর্যন্ত ইনজুরির কাছে হার মেনে এখন থামতে হচ্ছে টাইগারদের এই রানমেশিনকে।