বাংলাদেশ-পাকিস্তান: সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ
- স্পোটর্স মোমেন্টস
- প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০ PM

আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোরের লড়াই। প্রথম ম্যাচেই স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচে আজ বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ মাঠে নামবে ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা পাকিস্তানের বিপক্ষে লড়তে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
সুপার ফোরের এই ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না টিম টাইগার্স। ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়ানো টাইগার এই ব্যাটার। তবে তার পরিবর্তে দলে ফিরেছেন ওপেনার লিটন দাস। ভাইরাল জ্বরের কারণে প্রথম দুই ম্যাচে ছিলেন না লিটন।
পাকিস্তানের বিপক্ষে সার্বিক পরিসংখ্যানে পিছিয়েই আছে বাংলাদেশ। দ্য ম্যান ইন গ্রিনদের বিপক্ষে এখন পর্যন্ত ৩৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে সাকিব বাহিনী। এর মধ্যে ৩২ হারের বিপরীত জয় মাত্র পাঁচ ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সবশেষ ২০১৯ সালে খেলেছিল লাল-সবুজরা, ওই ম্যাচেও হেরেছিল বাংলাদেশ।
এদিকে এশিয়া কাপে বাবর আজমের বিপক্ষে পরিসংখ্যান বাংলাদেশের হয়ে কথা বলছে না। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৪টি ম্যাচে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে মাত্র দুইবার শেষ হাসি হেসেছে বাংলাদেশ। বিপরীতে পাকিস্তানের জয় ১২ ম্যাচে।
তবে সাকিবদের আত্মবিশ্বাসের কারণ হতে পারে ২০১৬ এবং ২০১৮ এশিয়া কাপের স্মৃতি। কেননা, ২০১৬ এশিয়া কাপে দ্য গ্রিন ম্যানদের ৫ উইকেটে হারিয়েছিল লাল-সবুজেরা। আর ২০১৮ সালে ৩৭ রানে জিতেছিল বাংলাদেশ। যদিও ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত কোনো ম্যাচই হারেনি পাকিস্তান। তাই লাহোরে পাকিস্তান বধে বেশ বেগ পেতে হবে টাইগারদের। আর দুই দলের সবশেষ ৫ দেখাও আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশকে। কেননা, সবশেষ পাঁচ ম্যাচের ৪টিতেই জিতেছে সাকিব বাহিনী।