ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার লঙ্কান ক্রিকেটার

শ্রীলঙ্কা
সাচিত্রা সেনানায়েক  © ফাইল ছবি

২০২০ সালের লঙ্কা প্রিমিয়ার লিগে দুজন খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার সাচিত্রা সেনানায়েককে। বুধবার সকালে আত্মসমর্পণ করার পর তাকে গ্রেফতার করে স্পোর্টস করাপশন ইনভেস্টিগেশন ইউনিট।

তিন সপ্তাহ আগে আদালত তাকে বিদেশ ভ্রমণে তিন মাসের নিষেধাজ্ঞা দেন।  তার বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের এলপিএলে দুবাই থেকে ফোনে দুজন খেলোয়াড়কে ম্যাচ পাতানোর প্রস্তাব দেন।

৩৮ বছর বয়সী সাবেক স্পিনার শ্রীলঙ্কার জার্সিতে কেবল একটি টেস্ট খেলেন। এছাড় ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৪৯ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টিও খেলেছেন।

কলম্বো চিফ ম্যাজিস্ট্রেটের কোর্ট ইমিগ্রেশন বিভাগের কন্ট্রোলার জেনারেলকে তিন মাসের নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন।


মন্তব্য