ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের ২য় দিনের খেলা আজ
- স্পোটর্স মোমেন্টস
- প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫০ AM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫০ AM

সুপার ফোরে বৃষ্টির বাধায় রিজার্ভ ডে'তে গড়িয়েয়ে ভারত-পাকিস্তান ম্যাচ। গতকালের ২ উইকেটে ১৪৭ রান নিয়ে আজ মাঠে নামবে ভারত। সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচটিতে টস হেরে ব্যাটিং পায় রোহিত শর্মার দল। এ ম্যাচে জিতলে ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিলো স্বাগতিকরা। অন্যদিকে প্রথমবার সুপার ফোরে মাঠে নেমেছে ভারত।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতকে ফ্লাইং স্টার্ট এনে দেন দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও সুবমান গিল। উদ্বোধনী জুটিতে ১৪ ওভারেই দলের শতরান পার করেন তারা।তবে সময়ের সাথে সাথে পাকিস্তানি বোলারদের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় জুটি ভাঙ্গে ১২১ রানে। ফিরে যান রোহিত শর্মা। ৪টি ছক্কায় ৪৯ বলে ৫৬ রান করে শাদাব খানের শিকার হন ইন্ডিয়ান ক্যাপ্টেন। এরপর শাহিন শাহ আফ্রিদির বলে আউট হন ৫৮-তে থাকা শুভমান গিল।
১২৩ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা কমে ভারতের রানের গতি। বিরাট কোহলি ও লোকেশ রাহুল দলকে আর কোন বিপদে পড়তে দেননি। ২৫তম ওভারে বৃষ্টি নামলে মাঠ ছাড়ে দুই দল। বৃষ্টি শেষে মাঠ প্রস্তুত না থাকায় প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। রিজার্ভ ডে'তে গড়ায় ম্যাচটি। আজ অনুষ্ঠিত হবে খেলার বাকি অংশ ।
রিজার্ভ ডে’তে ম্যাচ হওয়ায় নিয়ম অনুযায়ী, যেখান থেকে খেলা শেষ হয়েছে সেখান থেকে পুরো ম্যাচই মাঠে গড়াবে। অর্থাৎ ২৪.১ ওভার ব্যাটিং করে ২ উইকেটে ১৪৭ রান করা ভারত সোমবার বাকি ২৫.৫ ওভার ব্যাটিং করবে। এরপর বৃষ্টি না হলে পুরো ৫০ ওভার খেলবে পাকিস্তানও।
প্রায় এক ঘণ্টা বৃষ্টির পর নতুন করে বৃষ্টি না নামলেও দিনের খেলাটি পরিত্যক্ত হওয়ার কারণ মনে করা হচ্ছে খেলোয়াড়দের সুরক্ষা। অক্টোবরে বিশ্বকাপ থাকায় ভেজা মাঠে দুই দলের টিম ম্যানেজমেন্ট কার্টেল ওভারেও ম্যাচের বাকি অংশ খেলতে সম্মত হননি। আম্পায়াররাও ভেজা মাঠে ঝুঁকি নিয়ে ম্যাচ পরিচালনা করতে চাননি বলে জানা গেছে।