ব্যাটে-বলে সবার শীর্ষে শান্ত-তাসকিন

ক্রিকেট
শান্ত-তাসকিন  © সংগৃৃহীত

এশিয়া কাপের সুপার ফোর থেকে কার্যত বিদায় হয়েছে বাংলাদেশের। ‌‘যদি-কিন্তু’র হিসেব মেলাতে পারলে ফাইনালে খেলারও সম্ভাবনা রয়েছে তাদের। সুপার ফোরের শেষ ম্যাচে টাইগাররা আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে। ইনজুরির কারণে এবারের আসর থেকে ছিটকে যাওয়া নাজমুল হোসেন শান্ত এখনও রান সংগ্রাহকের তালিকার শীর্ষে রয়েছেন। মাত্র ২ ম্যাচ খেলেছিলেন এই বাঁ-হাতি। উইকেট শিকারের তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদও।

নাজমুল হোসেন শান্ত খেলেছেন মোটে দুই ম্যাচ। গ্রুপ পর্বের দুই ম্যাচ পর চোটের কারণে দেশে ফিরে আসতে হয়েছে বাংলাদেশি ব্যাটারকে। দুই ম্যাচে খেলেছেন অসাধারণ দুটো ইনিংস। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে স্রোতের বিপরীতে করেছেন ৮৯ রান। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন ১০৪ রানের ঝলমলে ইনিংস। তাতে, ১৯৩ রান নিয়ে শীর্ষে আছেন শান্ত।

দুইয়ে থাকা পাকিস্তানি অধিনায়ক বাবর আজম চার ম্যাচে তিন ইনিংস খেলে করেছেন ১৭৮ রান। ১৫০ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন লঙ্কান ব্যাটার সাদিরা সামারাবিক্রমা। তার পরের স্থান আরেক লঙ্কান কুশাল মেন্ডিসের দখলে। ১৪৭ রান নিয়ে চারে আছেন তিনি। এবারের আসরে ওপেনার বনে যাওয়া মেহেদী হাসান মিরাজ ১৪৫ রান নিয়ে আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম স্থানে।

বোলিংয়েও সবার ওপরে বাংলাদেশ। চার ম্যাচে নয় উইকেট নিয়ে পেসার তাসকিন আহমেদ আছেন উইকেট সংগ্রাহকের তালিকায় শীর্ষে। তাসকিন অবশ্য একা নন। হারিস রউফের সঙ্গে শীর্ষস্থান ভাগ করে নিতে হচ্ছে তাকে। চার ম্যাচে রউফের উইকেটও নয়টি। সমান আটটি করে উইকেট নিয়ে এর পরের অবস্থানে আছেন লঙ্কান বোলার মাথিশা পাথিরানা ও পাকিস্তানের শাহিন আফ্রিদি।


মন্তব্য


সর্বশেষ সংবাদ