সবার আগে ফাইনালে ভারত
- স্পোটর্স মোমেন্টস
- প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩০ AM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৩ AM

শ্রীলঙ্কা জিতলেই এশিয়া কাপের ফাইনালের লড়াই জমে যেত। সপ্তম উইকেট জুটিতে ধনাঞ্জয়া ও ভেল্লালাগে জুটি গড়ে আশাও দিচ্ছিল। জাদেজার ব্রেক থ্রুতে ওই আশা ভেঙেছে লঙ্কানদের। তাদের অলআউট করে ৪১ রানের জয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। সঙ্গে বাংলাদেশের ফাইনালে যাওয়ার যে সামান্য আশা ছিল তাও ভেঙে দিয়েছে।
সমীকরণ অনুযায়ী, শ্রীলঙ্কা ম্যাচটি জিতলে এবং পরের ম্যাচেও শ্রীলঙ্কা পাকিস্তানকে হারালে ভারতের বিপক্ষে এক ম্যাচ জিতেও ফাইনালে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। এখন ভারত দুই ম্যাচে জয় পাওয়ায় শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের জয়ী দল চলে যাবে ফাইনালে। এমনকি ম্যাচটি ভেসে গেলেও আশা শেষ বাংলাদেশের।
এশিয়া কাপের ১৬তম আসরে এ নিয়ে ১১বার ফাইনাল খেলবে ভারত। অতীতের ১৫ আসরের মধ্যে ভারত সাতবার শিরোপা জিতে নেয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯ ওভার ১ বলে ২১৩ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন অধিনায়ক রোহিত শর্মা।
এছাড়া ৩৯, ৩৩ ও ২৬ রান করে করেন লোকেশ রাহুল, ইশান কিশান ও অক্ষর প্যাটেল। শ্রীলংকার হয়ে ৫ উইকেট নেন দুনিথ ওয়েলালাগে। আর ৪ উইকেট নেন চারিথ আসালঙ্কা।
টার্গেট তাড়া করতে নেমে ৪১ ওভার ৩ বলে ১৭২ রানে অলআউট হয় শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রানের অনবদ্য ইনিংস খেলেন দুনিথ ওয়েলালাগে। ৪১ রান করেন ধনাঞ্জয়া ডি সিলভা। ২২ রান করেন চারিথ আসালঙ্কা। ভারতের হয়ে ৪ উইকেট নেন কুলদীপ যাদব। এছাড়া দুটি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ ও রবিন্দ্র জাদেজা।
৪১ রানের জয়ে সবার আগেই ফাইনাল নিশ্চিত করে ভারত।