জাদুটোনায় গোল পায়নি নেইমার, মার্কুইনোসের হেডে পেরুকে হারাল ব্রাজিল

ফুটবল
মার্কুইনোস  © সংগৃৃহীত

পেরুর ওঝারা তাহলে সফল! কিন্তু তাঁদের মুখে জয়ের হাসিটা থাকবে না। লিমা থেকে গতকাল খবর এসেছিল, তুকতাক মন্ত্রে নেইমারের ‘পা বেঁধে ফেলা’র সব প্রস্তুতি সম্পন্ন করেছেন পেরুর ওঝারা। ওয়ালতার আলারকোন নামে এক ওঝা বলে রেখেছিলেন, ‘তন্ত্রের মাধ্যমে নেইমারের মনকে মেঘাচ্ছন্ন করাই আমাদের উদ্দেশ্য, যাতে সে যা চায়, সেটা করতে না পারে। ওর লক্ষ্য হলো গোল করা।’

বুধবার বাংলাদেশ সময় সকালে পেরুর লিমা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙেননি ব্রাজিলের ডাগ আউটে দাঁড়ানো কোচ ফার্নান্দো দিনিজ। অফ ফর্মে থাকা রির্চালিসন ও ইনজুরি শঙ্কায় থাকা ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাঘাইলেসকে নিয়ে একাদশ সাজান তিনি। 

সময় খারাপ যাওয়া ওই রিচার্লিই দলকে প্রথমে লিড এনে দিয়েছিলেন। গোল খরা কাটানোর উচ্ছ্বাসে মেতেছিলেন দুর্দান্ত এক হেডে জালে বল পাঠিয়ে। কিন্তু ৩২ মিনিটে করা ওই গোল অফসাইডের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধে বদলি হয়ে উঠে যাওয়ায় তার গোল খরা দীর্ঘ হলো। 

ম্যাচের ৬৩ ভাগ বল পায়ে নিয়ে খেলা ব্রাজিল দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু পরিষ্কার কোন সুযোগ তৈরি করতে পারেনি। গোল পোস্টে নেওয়া ভালো তিন শটের দুটি ছিল বক্সের বাহির থেকে নেওয়া। যা পেরু গোলরক্ষককে ভালো পরীক্ষা নিলেও ফাঁকি দিতে পারেনি।  

ম্যাচ যোগ করা সময়ে যাওয়ার ঠিক আগে চতুর্থ কর্ণার কিক পায় সেলেসাওরা। নেইমার জুনিয়র শটটি নেন গোলবারের সামনের দিকে। বক্সের মাঝ বরাবর থাকা মার্কুইনোস বিচক্ষণতার সঙ্গে এগিয়ে এসে হেড দিয়ে বল পাঠিয়ে দেন জালে। ব্রাজিল তুলে নেয় জয়। 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এ নিয়ে ২ ম্যাচই জিতে মোট ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল ব্রাজিল। তাদের সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আর্জেন্টিনা। ২ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া কলম্বিয়া চিলির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। ইকুয়েডরের কাছে ২–১ গোলে হেরেছে উরুগুয়ে। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে চারে উরুগুয়ে।


মন্তব্য