ম্যাচের আগে জাতীয় সংগীতের পরিবর্তে সুরা ফাতিহা পাঠ

মরক্কো
মরক্কো-বুরকিনা ফাসোর মধ্যে ফুটবল ম্যাচের আগে  © সংগৃহীত

গত শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছে মরক্কো। এদিন ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কোর মধ্যাঞ্চল। বলা হচ্ছে, উত্তর আফ্রিকার এ দেশটিতে গত ১০০ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। তবে এখনো কত মানুষ নিখোঁজ রয়েছেন তা অনুমান করতে পারেনি কর্তৃপক্ষ।

বিপর্যয়ে আছে লিবিয়াও। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মরুভূমির দেশটি। ক্রমেই বাড়ছে প্রাণহানির সংখ্যা। বন্যার পানির তীব্র স্রোতে, সাগরে ভেসে যাওয়া মরদেহ উদ্ধারে হিমশিম খাচ্ছে জরুরি কর্মীরা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজারে। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এখনও নিখোঁজ প্রায় ৯ হাজার মানুষ। সাগরে বিলীন হয়ে গেছে দেরনা শহরের এক-চতুর্থাংশ। আশঙ্কা করা হচ্ছে, ২০ হাজার মানুষ মারা যেতে পারেন।

আরও পড়ুন:- ভূমিকম্পে আহতদের জড়িয়ে ধরলেন, চুমু খেলেন ও রক্ত দিলেন মরক্কোর রাজা

দুই দেশের ভয়াবহ এই মানবিক বিপর্যয় ছুঁয়েছে ফুটবলারদেরও। গতকাল মরক্কো বনাম বুরকিনা ফাসোর প্রীতি ম্যাচেই যেমন, ম্যাচ শুরুর আগে ফ্রান্সের লেঁস বোলাঁ-দেলেলি স্টেডিয়ামে দুই দেশের ক্ষতিগ্রস্তদের জন্য খেলোয়াড়, কর্মকর্তা ও উপস্থিত দর্শক সূরা ফাতিহা পাঠ করেন। সাধারণত যেকোনো ম্যাচের আগে দুই দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হলেও - এ ম্যাচটি ছিল ব্যতিক্রম। ৩৬ মিনিটে মিডফিল্ডার আজেদিন উনাহির গোলে জিতেছে মরক্কোই।

সামাজিক যোগাযোগমাধ্যমে এর মধ্যেই এই ভিডিও ছড়িয়ে পড়েছে। খবরের সত্যতা নিশ্চিত করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

শুধু তাই নয়, জানা গেছে, এই ম্যাচ থেকে প্রাপ্ত সকল অর্থ মরক্কোর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ব্যয় করা হবে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ